আমাকে নয়, দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করবে আদিত্য : নেহা
হালের জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী নেহা কক্কর ও উপস্থাপক আদিত্য নারায়ণের বিয়ে নিয়ে আলোচনা কম হয়নি। বলা চলে, তাঁদের বিয়ে যেন ভারতের ‘টক অব দ্য কান্ট্রি’-তে পরিণত হয়েছিল। সত্যিকার অর্থেই তাঁরা বিয়ে করতে যাচ্ছেন, নাকি এই গুঞ্জন কেবলই প্রচারের উদ্দেশ্যে, তা নিয়েও আলোচনা হয়েছে ঢের। তবে দুই পরিবারের পক্ষ থেকে সম্মতিসূচক বক্তব্য আসার পর থেকে সবাই যেন নড়েচড়ে বসেছিলেন। কিন্তু এবার হাটে হাঁড়ি ভাঙলেন খোদ নেহা।
ইন্টারন্যাশনাল বিজনেস টাইমসের প্রতিবেদনে জানা যায়, ভারতের তুমুল জনপ্রিয় রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল’-এ নেহা ও আদিত্যের সম্পর্ককে ঘিরে অনেক জল্পনা-কল্পনা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতেও নেটিজেনরা হয়ে পড়েন দ্বিধান্বিত। তবে দীর্ঘদিনের নাটকীয়তা শেষে এবার গোমর ফাঁস করলেন নেহা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নেহা বলেন, ‘আদিত্য খুবই ভালো মানুষ। সে খুব মহানুভব। আপনাদের এটি জানাতে পেরে খুব আনন্দবোধ করছি যে, আমার প্রিয় বন্ধু আদিত্য এই বছরেই তাঁর দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করতে যাচ্ছে। আমি তাদের সুখ কামনা করি। তারা যেন সব সময় একসঙ্গে থাকতে পারে, সেই দোয়া করি।’
নেহার এই বক্তব্যের মাধ্যমে পরিষ্কার হলো যে, আদিত্যর সঙ্গে তাঁর বিয়ের গুঞ্জন একেবারেই সাজানো ছিল। নেহা অবশ্য কথা বলেছেন এবারের ‘ইন্ডিয়ান আইডল’-এ তাঁর অভিজ্ঞতা সম্পর্কেও। নেহা বলেন, “‘ইন্ডিয়ান আইডল’-এর এবারের একাদশতম আসর সত্যিই অসাধারণ ছিল। বিশাল দাদলানি ও হিমেশ রেশমিয়ার মতো কিংবদন্তির সঙ্গে একই মঞ্চে থাকতে পেরে আমি আনন্দিত। পুরোটা সময়জুড়ে তাঁরা আমাকে সমর্থন জুগিয়েছেন।”
সম্প্রতি এক সাক্ষাৎকারে আদিত্য-নেহার বিয়ে নিয়ে কথা বলেছিলেন আদিত্যের বাবা, খ্যাতিমান সংগীতশিল্পী উদিত নারায়ণ। তিনি বলেছিলেন, “আদিত্য আমাদের একমাত্র সন্তান। আমরা তাঁর বিয়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। গুঞ্জন যদি সত্যি হয়, তাহলে আমার স্ত্রী ও আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হব। কিন্তু এই ব্যাপারে আদিত্য আমাদের কিছু বলেনি। আমার ধারণা, বিয়ে ও অন্যান্য গুঞ্জন ‘ইন্ডিয়ান আইডল’-এর টিআরপি বাড়ানোর জন্য করা তৈরি করা হচ্ছে। কিন্তু আমি আশা করি, বিয়ের গুঞ্জন সত্যি হবে। নেহা খুবই ভালো মেয়ে। তাঁকে বউ হিসেবে দেখতে আমরা পছন্দ করব।”
একের পর এক হিট গানের জন্য জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন নেহা কক্কর। ‘কর গ্যায়ি চুল’,‘দিলবার’,‘মানালি ট্র্যান্স’, ‘কালা চশমা’,‘আঁখ মারে’,‘কোকাকোলা তু’, ‘দো পেগ মার’, ‘মাহি বে’, ‘ন্যায়না’, ‘ম্যায় তেরা বয়ফ্রেন্ড’, ‘ও সাকি সাকি’(রিমেক), ‘গরমি’সহ অসংখ্য জনপ্রিয় গান রয়েছে তাঁর ঝুলিতে। পেয়েছেন বেশ কয়েকটি পুরস্কার।