আমির খানের সিনেমায় নাগা চৈতন্য?
২০১৯ সালের মার্চে বলিউড সুপারস্টার আমির খান তাঁর ‘লাল সিং চাড্ডা’ সিনেমার ঘোষণা দিয়েছিলেন। সেই থেকে ভক্তরা এ সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছেন। ২০২০ সালের বড়দিনে এ সিনেমা মুক্তির কথা ছিল, কিন্তু করোনা মহামারির কারণে পিছিয়ে যায়।
এর আগে খবরে প্রকাশ, আমির খানের ‘লাল সিং চাড্ডা’য় যোগ দিচ্ছেন তামিল সুপারস্টার বিজয় সেতুপতি। পরে অবশ্য খবর আসে, এ সিনেমা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন বিজয়। নতুন খবর, এ সিনেমায় বিজয়ের স্থলে যোগ দিতে চলেছেন তেলেগু তারকা নাগা চৈতন্য।
ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের প্রতিবেদন অনুযায়ী, যদি সাম্প্রতিক গুঞ্জন সত্য হয়, তবে এর আগে বিজয় সেতুপতিকে যে ভূমিকার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল, সেই ভূমিকায় দেখা যাবে নাগা চৈতন্যকে। বিভিন্ন পত্রপত্রিকার খবর, চলতি বছরের মে থেকে এ সিনেমার শুটিং শুরু করবেন নাগা চৈতন্য। যদি এ খবর সত্য হয়, তবে প্রথম বারের মতো হিন্দি সিনেমায় দেখা যাবে এ তেলেগু তারকাকে।
নাগা চৈতন্য ‘লাল সিং চাড্ডা’র বোর্ডে যুক্ত হবেন কি না, তা নিশ্চয়ই শিগগিরই ঘোষণা দেবে সিনেমাটির টিম।
‘লাল সিং চাড্ডা’ ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত টম হ্যাঙ্কসের ‘ফরেস্ট গাম্প’ সিনেমার হিন্দি সংস্করণ। এটি পরিচালনা করছেন অদ্বৈত চন্দন। এতে আরও অভিনয় করছেন কারিনা কাপুর খান ও মোনা সিং।