আমি আল্লাহর প্রতি অনুগত, তাঁর সৃষ্টির প্রতি নই : জাইরা
লাইট-ক্যামেরা-অ্যাকশনের রঙিন দুনিয়া থেকে বিদায় নেওয়ার কথা জানিয়ে বেশ আলোচিত হন ‘দঙ্গলকন্যা’খ্যাত সাবেক বলিউড অভিনেত্রী জাইরা ওয়াসিম। অভিনয়ে বেশ প্রশংসা কুড়ালেও ‘ধর্মীয় কারণ’ দেখিয়ে তিনি এমন সিদ্ধান্ত নেন।
সম্প্রতি কাশ্মীরকন্যা জাইরা ওয়াসিম সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার ও ইনস্টাগ্রাম থেকে তাঁর ব্যক্তিগত অ্যাকাউন্ট মুছে ফেলেন। পঙ্গপালের আক্রমণের ঘটনায় পবিত্র কোরআন থেকে উদ্ধৃতি দিয়ে পোস্ট করে নেটিজেনদের বিদ্রুপের শিকার হওয়ার পর এই সিদ্ধান্ত নেন তিনি। পাকিস্তানি-কানাডীয় সাংবাদিক তারেক ফাতাহও জাইরার সমালোচনা করেন। পরে অবশ্য অ্যাকাউন্ট চালু করেন এবং তারেক ফাতাহকে উপযুক্ত জবাব দেন জাইরা।
ওই পোস্টের একপর্যায়ে নিজেকে ‘শুধু আল্লাহর প্রতি অনুগত; তাঁর সৃষ্টির প্রতি নন’ বলে উল্লেখ করেন জাইরা ওয়াসিম। এর আগে তারেক ফাতাহ জাইরা ওয়াসিমকে অভিনেত্রী উল্লেখ করায় কাশ্মীরকন্যা আরো বলেন, ‘এখন আর আমি অভিনেত্রী নই।’
বলিউড সুপারস্টার আমির খানের ‘দঙ্গল’ সিনেমায় অভিনয় করে রাতারাতি তারকা বনে যান জাইরা ওয়াসিম। ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘দঙ্গল’ বক্স অফিসে ব্লকবাস্টার হয়। সেই থেকে তিনি দঙ্গলকন্যা নামে পরিচিত।
‘দঙ্গল’-এর পর জাইরা অভিনীত ‘সিক্রেট সুপারস্টার’ও বক্স অফিসে হিট হয়। জাইরাকে সর্বশেষ বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’-এ অভিনয় করতে দেখা গেছে। গত বছরের ১১ অক্টোবর মুক্তি পাওয়া ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। অবশ্য এ ছবি মুক্তির আগে তিনি সিনেদুনিয়া থেকে সরে যাওয়ার ঘোষণা দেন। ছবিটির প্রচারণায়ও অংশ নেননি তিনি।