‘আরআরআর’ ১১০০ কোটি পার, রকি ভাই ৯০০ কোটির ক্লাবে

Looks like you've blocked notifications!
‘আরআরআর’ ও ‘কেজিএফ : চ্যাপ্টার টু’ সিনেমার দৃশ্য। ছবি : সংগৃহীত

বিশ্ব বক্স অফিসে হাজার কোটির বেশি সংগ্রহ করেছে এস এস রাজামৌলির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘আরআরআর’। আর ঠিক যেমনটা ভাবা হয়েছিল, বক্স অফিসে ‘কেজিএফ : চ্যাপ্টার টু’র সুনামি দেখছে সিনেপ্রেমীরা, হাজার কোটির পথে।

‘আরআরআর’ সিনেমায় দক্ষিণ ভারতীয় সুপারস্টার রাম চরণের নায়িকা আলিয়া ভাট। সিনেমাটি রচনা ও পরিচালনা করেছেন এস এস রাজামৌলি। এই সিনেমায় দেখা মিলেছে জুনিয়র এনটিআর ও অজয় দেবগনের। ২৫ মার্চ মুক্তি পায় এ সিনেমা।

ভারতের বিনোদনভিত্তিক পোর্টাল ফিল্মিবিট ডটকমের খবর, মুক্তির ৩৩ দিনে বিশ্ব বক্স অফিসে ‘আরআরআর’ সংগ্রহ করেছে ১১১৩.৬৭ কোটি রুপি (গ্রস)।

অন্যদিকে ডিএনএ ইন্ডিয়ার খবর, মুক্তির ১২ দিনে ‘কেজিএফ : চ্যাপ্টার টু’ বিশ্ব বক্স অফিসে সংগ্রহ করেছে ৯০৭.৩০ কোটি রুপি। হাজার কোটি সংগ্রহের পথে এ সিনেমা।

ভারতের অন্ধ্রপ্রদেশের মন্ত্রী পারনি নানির বরাতে ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন, রাম চরণ, জুনিয়র এনটিআর, আলিয়া ভাট, অজয় দেবগনের পারিশ্রমিক বাদে সিনেমাটির বাজেট ৩৩৬ কোটি রুপি। সব মলিয়ে সিনেমাটির বাজেট ৪০০ কোটি রুপির বেশি।

‘আরআরআর’ সিনেমার গল্পে দেখানো হয়েছে, ভারতের স্বাধীনতা যোদ্ধা আল্লুরি সিতারামারাজু এবং কমরাম ভীমকে কেন্দ্র করে গড়ে উঠেছে, যাঁরা ব্রিটিশ রাজবংশ এবং হায়দরাবাদের নিজামের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন।

১৪ এপ্রিল ভারতের কন্নড় সুপারস্টার ইয়াশ অভিনীত বহুল প্রতীক্ষিত অ্যাকশনধর্মী ‘কেজিএফ : চ্যাপ্টার টু’ সিনেমা মুক্তি পায়। চলচ্চিত্র বিশ্লেষকেরা অনুমান করেছিলেন, ভারতীয় সিনেমার ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টি করতে যাচ্ছেন ইয়াশ। সেই অনুমান সত্যি হচ্ছে।

বিশ্বব্যাপী তেলেগু, হিন্দি, তামিল, মালয়ালাম ও কন্নড় ভাষায় রেকর্ড ১০ হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে ‘কেজিএফ : চ্যাপ্টার টু’, যেখানে শুধু ভারতের ছয় হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে। করোনা-পরবর্তী সময়ে যা রেকর্ড। আগামী সপ্তাহে বেশ কিছু স্ক্রিন যুক্ত হচ্ছে।

‘কেজিএফ : চ্যাপ্টার টু’ সিনেমায় ইয়াশ ওরফে রকি ভাই মুখোমুখি হয়েছেন খলনায়ক সঞ্জয় দত্ত ওরফে আধীরার সঙ্গে। প্রশান্ত নীলের রচনা ও পরিচালনায় সঞ্জয় দত্ত ছাড়াও এতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন রাভিনা ট্যান্ডন, প্রকাশ রাজ ও শ্রীনিধি শেঠি। ১০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা প্রযোজনা করেছেন বিজয় কিরগান্দুর।

২০১৮ সালে মুক্তি পায়  ‘কেজিএফ : চ্যাপ্টার ওয়ান’ সিনেমা, যা বিশ্বজুড়ে তুমুল সাড়া ফেলেছিল। সাফল্যের ধারাবাহিকতায় এর তৃতীয় কিস্তিও নির্মাণ হবে, সেই ইঙ্গিত মিলেছে।