আর সিঙ্গেল নন সুন্দরী মানুষী ছিল্লার!

সাবেক মডেল, মিস ওয়ার্ল্ড ও বলিউড ডিভা মানুষী ছিল্লার আর একা নন। তিনি নাকি এক ব্যবসায়ীর সঙ্গে চুটিয়ে প্রেম করছেন।
হিন্দুস্তান টাইমসের বিশেষ প্রতিবেদন বলছে, ২০১৭ সালের মিস ওয়ার্ল্ড, ২৫ বছরের মানুষী ছিল্লার প্রেম করছেন ব্যবসায়ী, জেরোধা-র সহ-প্রতিষ্ঠাতা ৩৫ বছরের নিখিল কামাতের সঙ্গে।
২০২১ সাল থেকে নাকি মানুষী ও নিখিলের মানিকযোগ। নিজেদের সম্পর্ক গোপন রাখলেও এ যুগল নাকি একত্রে ভ্রমণে যান।
এ যুগলের এক ঘনিষ্ঠজন হিন্দুস্তান টাইমসকে জানিয়েছে, ‘দুজনের দৃঢ় বন্ধন রয়েছে। এমনকি তাঁরা একসঙ্গে চলাফেরা করেন। বর্তমানে মানুষী তাঁর বলিউড ক্যারিয়ারের দিকে মনোনিবেশ করছেন। তাই তিনি নিজের প্রেমজীবন সম্পর্কে কথা বলতে চান না; কারণ, এটি মনোযোগ কেড়ে নিতে পারে। তাঁদের বন্ধুবান্ধব ও পরিবার একে অপরের সঙ্গে ভালোভাবে সম্পর্কিত এবং দুজনেই এটিকে আড়াল রাখতে চান।’

প্রসঙ্গত, ২০১৯ সালের ১৮ এপ্রিল ইতালির ফ্লোরেন্সে আমান্ডা পুরভাঙ্করার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন নিখিল কামাত। এক বছরের মধ্যেই তাঁরা আলাদা হয়ে যান। শোনা যায়, ২০২১ সালে তাঁদের বিচ্ছেদ হয়ে গেছে।
এ বছরেই বলিউডে পা রেখেছেন মানুষী ছিল্লার। তাও অভিষেক হয়েছে সুপারস্টার অক্ষয় কুমারের বিপরীতে, ‘সম্রাট পৃথ্বীরাজ’ দিয়ে। বক্স অফিসে সিনেমাটি সুপারফ্লপ হয়েছে।