আলী যাকেরকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার উৎসর্গ করলেন তারিক আনাম খান
তথ্য মন্ত্রণালয় ২০১৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করে প্রজ্ঞাপন প্রকাশ করেছে আজ। ‘আবার বসন্ত’ সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে পুরস্কার পেয়েছেন তারিক আনাম খান। আর এ পুরস্কার সদ্যপ্রয়াত গুণী অভিনেতা আলী যাকেরকে উৎসর্গ করেছেন তিনি।
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বিকেলে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তারিক আনাম খান এনটিভি অনলাইনকে বলেন, ‘একটু ভিন্ন ধরনের সিনেমা তো, সে ধরনের সিনেমায় অভিনয় করে স্বীকৃতি পাওয়াটা অনেক বড় ব্যাপার। আমরা কেউই তো আসলে পুরস্কার পাওয়ার জন্য সিনেমা করি না। সিনেমা করি টিম নিয়ে যাতে সিনেমাটা লোকে দেখে। ভালো-মন্দ যেটাই বলে বলুক, সিনেমাটা চলুক। তো সেটাই... তারপর পুরস্কার প্রাপ্তিটা বড় ধরনের কিছু যোগ হয়ে যায়।’
তারিক আনাম খান আরো বলেন, ‘আমি মনে করি এই পুরস্কারটার পেছনে আমার একার কোনো কৃতিত্ব নেই। পরিচালক-সহকর্মীসহ পুরো টিম ভালো কাজ করেছে। এই পুরস্কারের অংশীদার তারাও। আর আমার এই পুরস্কারটা আমাদের সদ্য ছেড়ে যাওয়া শ্রদ্ধেয় আলী যাকের, যাকে দেখে আমরা নাটক-অভিনয় শিখেছি, তাঁর স্মৃতির উদ্দেশে উৎসর্গ করছি।’
এবার যৌথভাবে শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে পুরস্কার পেয়েছে ‘ন ডরাই’ ও ‘ফাগুন হাওয়ায়’ সিনেমা। আর ‘ন ডরাই’ সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন সুনেরাহ বিনতে কামাল। আজীবন সম্মাননা পেয়েছেন মাসুদ পারভেজ (সোহেল রানা) ও কোহিনুর আক্তার সুচন্দা।