আলোচনায় ‘মাগো আমি বিদেশ যাব’
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/02/21/natok-pic.jpg)
ভালোবাসা দিবস উপলক্ষে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে প্রকাশ পেয়েছে ‘মাগো আমি বিদেশ যাব’ শিরোনামে একটি নাটক। প্রবাসীদের দেশ ছেড়ে যাওয়ার মর্মস্পর্শী এক গল্প ফুটে উঠেছে এ নাটকে। এতে অভিনয় করেছেন শামীম হাসান সরকার, মনিরা মিঠু, পায়েলিয়া পায়েল, তাহমিনা কৃতিকা, আজম খানসহ অনেকে।
মো. সাইফুর রহমান কাজলের রচনায় নাটকটি নির্মাণ করেছেন সাখাওয়াত মানিক। গত ১২ ফেব্রুয়ারি রাতে ডিমার্স ক্রিকেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশের পর থেকেই দর্শকদের ব্যপক সাড়া পাচ্ছে নাটকটি। পরিবার ও আপনজন ছেড়ে সন্তানের বিদেশ যাওয়ার অনুভূতির বহিঃপ্রকাশ ঘটেছে এ নাটকে।
এরই মধ্যে সবার অভিনয়ের প্রশংসা পাচ্ছে নাটকটি। ইউটিউবে নাটকটি এ পর্যন্ত সাড়ে তিন লাখেরও বেশিবার দেখা হয়েছে। পাশাপাশি মন্তব্য জমা পড়েছে দুই হাজারেরও বেশি। প্রবাসী বাঙালিদের মন্তব্যগুলো চোখে পড়ার মতো।
মন্তব্যের ঘরে আল আমিন লিখেছেন, “জীবনে কখনো নাটক কিংবা সিনেমা দেখে কাঁদিনি, কিন্তু এ নাটকটি দেখে চোখের পানি ধরে রাখতে পারি নাই। আদরের ছোট বোনটার কথা মনে পড়ে গেল। ‘মা’কে অনেক মিস করি। আমি নিজে খাবারের প্লেট ধুয়ে খাইনি, সেই আমি এখন নিজে রান্না করে খাই। শুধু পরিবারের দিকে তাকিয়ে তাঁদের একটু সুখ দেওয়ার জন্য। হায়রে প্রবাসী… সকল প্রবাসী কে হাজার হাজার সালাম।”
আবদুর রাজ্জাক নামের আরেক নেটিজেন লিখেছেন, ‘প্রত্যেক বাবা-মা চান ছেলে বিদেশে গিয়ে টাকা উপার্জন করে সুন্দর ভবিষ্যৎ গড়বে। আর প্রত্যেক ছেলে চায় পরিবারের মঙ্গলের জন্য বিদেশে গিয়ে টাকা উপার্জন করে সবাইকে সুখে রাখবে। এরই নাম প্রবাস। অসাধারণ হয়েছে, ধন্যবাদ পরিচালক ভাইকে।’ ওয়াসিম আকরাম লিখেছেন, ‘চিৎকার করে বলতে ইচ্ছে করছে, মা তুমি কি একটিবারও আমাকে ফেরাতে পারলে না?’
নাটকটির নির্মাতা শাখাওয়াত মানিক বলেন, ‘দর্শকদের এমন ভালোবাসায় সত্যিই আমি মুগ্ধ। এমন সাড়া নিজেকে কাজের প্রতি আরো দায়িত্বশীল করে দেয়।’