আসছে ‘মাশরাফি জুনিয়র’

Looks like you've blocked notifications!
ধারাবাহিকটির একটি দৃশ্য। ছবি : সংগৃহীত

আবারও শুটিংয়ে ফিরছে ‘মাশরাফি জুনিয়র’ শিরোনামে ধারাবাহিক নাটক। শুটিং শুরু হতে যাচ্ছে আগামীকাল (৮ সেপ্টেম্বর) থেকে। সাজ্জাত সুমনের পরিচালনায় নাটকটির চিত্রনাট্য লিখেছেন আসফিদুল হক এবং সংলাপ মো. মারুফ হাসানের।

ধারাবাহিক নাটকটিতে অভিনয় করছেন শতাব্দী ওয়াদুদ, গোলাম ফরিদা ছন্দা, চিত্রলেখা গুহ, ফজলুর রহমান বাবু, রুনা খান, লুৎফুর রহমান জর্জ, সাফানা নমনি, আনিন্দ, হামিমসহ অনেকে।

এক বিজ্ঞপ্তিতে জানা গেছে, দীপ্ত টিভির নিজস্ব স্টুডিওতে শুরু হচ্ছে নাটকটির শুটিং। যেখানে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে শুটিং হবে। নাটকটির আউটডোর শুটিংয়ের কাজ টাঙ্গাইলে শেষ হয়েছে লকডাউনের আগে। শতাধিক শিশু-কিশোরের অডিশন নিয়ে সেখান থেকে নির্বাচিত শিশু-কিশোরকে নিয়ে শুরু হচ্ছে নাটকটি।

ধারাবাহিকটির গল্পে দেখা যাবে, মন্ডা আর মণি দুই ভাইবোন। মন্ডার বয়স ১৩ আর মণির ১০। বাবা-মা নেই মণিদের। পাশের বাড়িতেই থাকে চাচা-চাচি। গ্রামজুড়ে আসে উৎসবের মৌসুম। সামনে নির্বাচন। বর্তমান চেয়ারম্যানের ইচ্ছা, ‘চেয়ারম্যান কাপ’ দিয়েই মানুষকে দেখিয়ে দেবে তার শক্তি। কিন্তু চেয়ারম্যানের এই কাপ পাওয়ার মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছে মন্ডা। পুঁচকে এই মন্ডাদের কাছে হেরে যাওয়া কিছুতেই মেনে নেবে না চেয়ারম্যান, কিন্তু মন্ডা খেললে হেরে যাওয়ার সম্ভাবনাই বেশি।  রাতের অন্ধকারে কেউ বা কারা এসে মণির পাশ থেকে তুলে নিয়ে যায় মন্ডাকে।

মণি কাঁদতে কাঁদতে তাদের পেছনে ছোটে ঠিকই, কিন্তু বস্তার মধ্যে ভরে, লরিতে তুলে তারা মন্ডাকে কোথায় নিয়ে যায় মণি বুঝতে পারে না। পুলিশ আসে, সবাই চেয়ারম্যানের হাতের ব্যাপারটা উপলব্ধি করতে পারে ঠিকই, কিন্তু কেউ টুঁ শব্দটি করে না। মণি জানে মন্ডা ফিরবে। যেখানে ক্রিকেট আছে সেখানেই ফিরবে মন্ডা। ওদিকে চাচা জানায়, মন্ডা হয়তো শহরে চলে গেছে। কারণ শহরে ক্রিকেটারদের দাম আছে আলাদা। মণিরও উচিত শহরে গিয়ে মন্ডাকে খোঁজা। এভাবে এগিয়ে যায় নাটকের গল্প।

জানা গেছে, বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভিতে ধারবাহিকটি দ্রুতই প্রচারে আসবে।