ইরফান খানের মৃত্যুতে বাংলাদেশের তারকাদের শোক
বলিউডের শক্তিশালী অভিনেতা ইরফান খান আর নেই। তাঁর মৃত্যুর সংবাদে শোকের ছায়া নেমে এসেছে বিশ্ব চলচ্চিত্র অঙ্গনে। ইরফানের এত তাড়াতাড়ি চলে যাওয়া মেনে নিতে পারছেন না বাংলাদেশের তারকারাও। অনেকেই ইরফান খানকে অনুপ্রেরণা মনে করতেন। সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন দেশি তারকারাও।
বাংলাদেশের জনপ্রিয় নায়ক শাকিব খান তাঁর ফেসবুক পেজে লেখেন, ‘সাহসী হৃদয়। ইরফান খান শান্তিতে থাকুক।’ নায়ক-প্রযোজক অনন্ত জলিল তাঁর নিজের ফেসবুক ওয়ালে ইরফান খানের আত্মার শান্তি কামনা করেছেন।
নায়ক ওমর সানী ফেসবুকে শোক প্রকাশ করে লিখেছেন, ‘একজন শিল্পীর কোনো দেশ নেই, শিল্পী সবার। আমি তাকে কোনোদিন দেখিনি, হৃদয় বলছে আমার বন্ধু ও আমার ভাই অসাধারণ অভিনেতা ইরফান খান, চলচ্চিত্রে আমার পরে এসেছে, তারপরও বলি, অসাধারণ অভিনেতা, এক কথায় বলব স্যার সমতুল্য, আল্লাহ তোমাকে জান্নাতবাসী করুন।’
চিত্রনায়ক বাপ্পী চৌধুরী নিজের ফেসবুকে শোক প্রকাশ করেছেন। তিনি লেখেন, ‘মহান ক্ষতি, ভালো অনুপ্রেরণা, মহান অভিনেতা, শান্তিতে থাকুন।’ নায়িকা পূজা চেরি ফেসবুকে লিখেছেন, ‘ওপারে ভালো থাকবেন...।’
নায়ক শাহরিয়াজ ফেসবুকে লেখেন, ‘করোনার চেয়েও অনেক অনেক বড় ধাক্কা খেলাম! সব মানুষই শিল্পী কিন্তু আপনি নিজেই এক শিল্প। শুভ কামনা ও-পারের...।’ নায়িকা অধরা খান নিজের ফেসবুকে লেখেন, ‘বিশ্বাস করতে পারছি না। শান্তিতে থাকুন।’
অভিনেত্রী প্রসূন আজাদ লিখেন, ‘qarib qarib single এই সিনেমায় সব সময় তিনি আমার কাছে জীবিত থাকবেন। কী অসম্ভব সুন্দর চরিত্র, প্রেমে না পড়ে উপায় ছিল না।’
বিভিন্ন তারকা শিল্পীর পাশাপাশি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকেও ইরফান খানের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে।
কোলন ইনফেকশন নিয়ে গতকাল মুম্বাইয়ের কোকিলাবেন ধিরুবাই আম্বানি হাসপাতালে ভর্তির কয়েক ঘণ্টা পর মারা গেছেন ব্যতিক্রমী ধারার বলিউড-হলিউড অভিনেতা ইরফান খান। গত শনিবার আগে ইরফান খানের মা সাইদা বেগম মারা যান। লকডাউনের কারণে তিনি মায়ের শেষকৃত্যে সশরীরে অংশ নিতে পারেননি। তবে ভিডিওকলে অংশ নিয়েছিলেন। ইরফানের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিশ্ব বিনোদন অঙ্গনে।