ইরানসহ একাধিক দেশে মুক্তি পাবে অনন্ত জলিলের ছবি
দেশের অন্যতম আলোচিত জুটি চিত্রনায়ক অনন্ত জলিল ও বর্ষা। এরই মধ্যে এই জুটির পাঁচটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। শিগগিরই ছয় নম্বর চলচ্চিত্র নিয়ে পর্দায় হাজির হচ্ছেন তাঁরা। আসন্ন ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে তাঁদের অভিনীত চলচ্চিত্র 'দিন : দ্য ডে'। আগামী রোববার মুক্তি পাবে ছবির ট্রেইলর।
সিনেমাটি বাংলাদেশ ও ইরানের পাশাপাশি আরো বেশ কিছু দেশে মুক্তি পাবে জানিয়ে অনন্ত বলেন, ‘আমরা বিশ্ববাজারে বাংলাদেশের চলচ্চিত্র পৌঁছে দিতে চাই। এই সিনেমাটি বাংলাদেশ ও ইরানসহ আরো বেশ কিছু দেশে মুক্তি পাবে। আমরা সেই লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি।’
ছবিটির ব্যাপারে অনন্ত বলেন, ‘আগামী ঈদুল আজহায় আমরা ছবিটি মুক্তি দেব। আগামী রোববার এর ট্রেইলর প্রকাশ করব। এরই মধ্যে চলচ্চিত্রের কয়েকটি বনভোজনে ট্রেইলর দেখেছেন চলচ্চিত্র অঙ্গনের অনেকেই। ট্রেইলরের প্রশংসা করেছেন সবাই। এতে করে আমি উৎসাহ পেয়েছি। আশা করি ট্রেইলরটি সবাই পছন্দ করবেন।’
বিরতির বিষয়ে তিনি বলেন, ‘মাঝে আমাদের দুটি সন্তান হয়েছে। তাদের সময় দিতে হয়েছে আমাদের। যে কারণে আমরা চলচ্চিত্র থেকে দূরে ছিলাম। তবে এখন থেকে নিয়মিত চলচ্চিত্র নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ। এই ছবিটি অনেক শ্রম ও সময় নিয়ে নির্মাণ করা হয়েছে। দর্শক আন্তর্জাতিক মানের একটি সিনেমা দেখতে পাবেন। প্রায় ছয় বছর পর বর্ষাকে নিয়ে ফিরছি। আশা করি, আমাদের জুটিকে এবার নতুনভাবে দেখবেন সবাই।’
বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটির বাংলাদেশ অংশের প্রযোজক চিত্রনায়ক অনন্ত জলিল। আর ছবিটি পরিচালনা করছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। দুই বছর ধরে নির্মাণ করা হয়েছে সিনেমাটি।
ছবিটিতে বাংলাদেশ থেকে অনন্ত ও বর্ষা ছাড়াও অভিনয় করেছেন নবাগত সুমন ফারুক। পাশাপাশি ইরান ও লেবাননের বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রীও রয়েছেন। সিনেমাতে অনন্তকে দেখা যাবে আন্তর্জাতিক সংস্থার পুলিশ অফিসারের চরিত্রে।
২০১৮ সালের শেষ দিকে ইরানের ফারাবি ফাউন্ডেশনের সঙ্গে সিনেমাটি যৌথভাবে প্রযোজনার জন্য আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হন অনন্ত জলিল।