ঈদুল আজহায় এনটিভির সাত দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করেছে। সাত দিনব্যাপী এ আয়োজনে দেশের জনপ্রিয় তারকাদের নিয়ে নির্মিত একক নাটক, ধারাবাহিক নাটক, নৃত্যানুষ্ঠান, সংগীতানুষ্ঠান, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, গেইম শো, বাংলা সিনেমাসহ বর্ণিল আয়োজনে সাজানো হয়েছে অনুষ্ঠানমালা।
আসুন, এক ঝলকে দেখে নিই ঈদের সাত দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে কী কী থাকছে—
ঈদুল আজহার প্রথম দিন
সকাল ৮টায় শিশুতোষ নৃত্যানুষ্ঠান : স্বপ্নপুরী। উপস্থাপনা : প্রান্তি। প্রযোজনা : কাজী মোহাম্মদ মোস্তফা। অংশগ্রহণে : পার্লি, সুতী, সুষইমতা, রাপা প্রমুখ। ৮টা ৩০ মিনিটে শিশুতোষ ম্যাগাজিন : কল্পলোকের স্বপ্নডানা। গ্রন্থনা : তানভির আহমেদ সিডনী। প্রযোজনা : জাহাঙ্গীর চৌধুরী। অংশগ্রহণে : মাজনুন মিজান, নাজনিন চুমকি, হৃদয় প্রমুখ। ৯টায় নাটক : তেজপাতা। রচনা : রাজিব আহমেদ। পরিচালনা : রুবেল হাসান। অভিনয়ে জিয়াউল ফারুক অপূর্ব, সাবিলা নূর, মনিরা মিঠু প্রমুখ। ১০টা ৫ মিনিটে বাংলা ছায়াছবি : এক বুক জ্বালা। পরিচালনা : শাহীন সুমন। অভিনয়ে শাকিব খান, মৌসুমী, শুভেচ্ছা, ববিতা, ফেরদৌস, আলীরাজ, মিশা সওদাগর প্রমুখ।
দুপুর ২টা ২৫ মিনিটে বাংলা ছায়াছবি : নাম্বার ওয়ান শাকিব খান। পরিচালনা : বদিউল আলম খোকন। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস, নূতন, সাদেক বাচ্চু, আলীরাজ, মিশা সওদাগর প্রমুখ। সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে গেইম শো : দ্য বক্স। পর্ব ০১। উপস্থাপনা : নুসরাত ইমরোজ তিশা। পরিচালনা : শাহরিয়ার শাকিল। ৬টা ৪৫ মিনিটে ধারাবাহিক : মেডেল। পর্ব ০১। রচনা ও পরিচালনা : রায়হান খান। অভিনয়ে মোশাররফ করিম, সারিকা সাবরিন, শাহাদাত হোসেন, জুঁই করিম, শেলী আহসান, মুকুল সিরাজ, মাহবুবুর রহমান, রিমু রেজা খন্দকার প্রমুখ।
রাত ৭টা ৫৫ মিনিটে নাটক : প্রচ্ছদ। রচনা ও পরিচালনা : ফরহাদ আলম। অভিনয়ে মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি, তারিক আনাম খান, শেখ মাহবুবুর রহমান প্রমুখ। ৯টায় শর্ট ফিল্ম : সময়। রচনা ও পরিচালনা : মিজানুর রহমান আরিয়ান। অভিনয়ে শ্যামল মাওলা, নীলঞ্জনা নীলা প্রমুখ। ৯টা ৩০ মিনিটে নাটক : প্লাস ফোর পয়েন্ট ফাইভ। রচনা ও পরিচালনা : শিহাব শাহীন। অভিনয়ে আফরান নিশো, মেহজাবীন চৌধুরী, কাজী খালেকুজ্জামান, শম্পা সাঈদ প্রমুখ। ১১টায় নাটক : যদি কোনদিন। রচনা ও পরিচালনা : মিজানুর রহমান আরিয়ান। অভিনয়ে জিয়াউল ফারুক অপূর্ব, মেহজাবীন চৌধুরী প্রমুখ। ১২টায় কিংবদন্তির গান : আনোয়ার পারভেজ। প্রযোজনা : জাহাঙ্গীর চৌধুরী। উপস্থাপনা : মৌসুমী মৌ। শিল্পী : রাজিব ও লিজা।
ঈদুল আজহার দ্বিতীয় দিন
সকাল ৮টায় ধারাবাহিক : মেডেল। রচনা ও পরিচালনা : রায়হান খান। অভিনয়ে মোশাররফ করিম, সারিকা সাবরিন, শাহাদাত হোসেন, জুঁই করিম, শেলী আহসান, মুকুল সিরাজ, মাহবুবুর রহমান প্রমুখ। ৮টা ৩০ মিনিটে গেইম শো : দ্য বক্স। উপস্থাপনা : নুসরাত ইমরোজ তিশা। পরিচালনা : শাহরিয়ার শাকিল। ৯টায় নাটক : প্লাস ফোর পয়েন্ট ফাইভ। রচনা ও পরিচালনা : শিহাব শাহীন। অভিনয়ে আফরান নিশো, মেহজাবীন চৌধুরী, কাজী খালেকুজ্জামান, শম্পা সাঈদ প্রমুখ। ১০টা ৫ মিনিটে বাংলা ছায়াছবি : জান কোরবান। পরিচালনা : এম বি মানিক। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস, আলীরাজ, নূতন, আফজাল শরীফ, মিশা সওদাগর প্রমুখ।
দুপুর ২টা ২৫ মিনিটে টেলিভিশন প্রিমিয়ার ছায়াছবি : পোড়ামন ২। পরিচালনা : রায়হান রাফি। অভিনয়ে সিয়াম আহমেদ, পূজা চেরি, ফজলুর রহমান বাবু, বাপ্পারাজ, নাদের চৌধুরী প্রমুখ। সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে গেইম শো : দ্য বক্স। পর্ব ০২। উপস্থাপনা : নুসরাত ইমরোজ তিশা। পরিচালনা : শাহরিয়ার শাকিল। ৬টা ৪৫ মিনিটে ধারাবাহিক : মেডেল। পর্ব ০২। রচনা ও পরিচালনা : রায়হান খান। অভিনয়ে মোশাররফ করিম, সারিকা সাবরিন, শাহাদাত হোসেন, জুঁই করিম, শেলী আহসান, মুকুল সিরাজ, মাহবুবুর রহমান, রিমু রেজা খন্দকার প্রমুখ।
রাত ৭টা ৫৫ মিনিটে নাটক : ২১ বছর পরে। রচনা ও পরিচালনা : মাহমুদুর রহমান হিমি। অভিনয়ে জিয়াউল ফারুক অপূর্ব, তাসনিয়া ফারিণ, মনিরা মিঠু প্রমুখ। ৯টায় শর্ট ফিল্ম : স্রোতের বিপরীতে। রচনা : মুনতাহা বৃত্তা। পরিচালনা : রাফাত মজুমদার রিংকু। অভিনয়ে: এ্যালেন শুভ্র, কেয়া পায়েল প্রমুখ। ৯টা ৩০ মিনিটে নাটক : রুনু ভাই। রচনা : শিহাব শাহীন ও মেজবাহ উদ্দীন সুমন। পরিচালনা : শিহাব শাহীন। অভিনয়ে জিয়াউল ফারুক অপূর্ব, সাবিলা নূর প্রমুখ। ১১টায় নাটক : অনাত্মীয় দম্পতি। রচনা ও পরিচালনা : সোহেল হাসান। অভিনয়ে মোশাররফ করিম, তারিন জাহান, নূরে আলম নয়ন, মারুফ মিঠু প্রমুখ। ১২টায় কিংবদন্তির গান : সুবল দাস। প্রযোজনা : কাজী মোহাম্মদ মোস্তফা। উপস্থাপনা : তাসনুভা মোহনা। শিল্পী : আতিক ও হৈমন্তী রক্ষিত।
ঈদুল আজহার তৃতীয় দিন
সকাল ৮টায় ধারাবাহিক : মেডেল। রচনা ও পরিচালনা : রায়হান খান। অভিনয়ে মোশাররফ করিম, সারিকা সাবরিন, শাহাদাত হোসেন, জুঁই করিম, শেলী আহসান, মুকুল সিরাজ, মাহবুবুর রহমান প্রমুখ। ৮টা ৩০ মিনিটে গেইম শো : দ্য বক্স। উপস্থাপনা : নুসরাত ইমরোজ তিশা। পরিচালনা : শাহরিয়ার শাকিল। ৯টায় নাটক : রুনু ভাই। রচনা : শিহাব শাহীন ও মেজবাহ উদ্দীন সুমন। পরিচালনা : শিহাব শাহীন। অভিনয়ে জিয়াউল ফারুক অপূর্ব, সাবিলা নূর প্রমুখ। ১০টা ৫ মিনিটে বাংলা ছায়াছবি : মিয়া বাড়ীর চাকর। পরিচালনা : শাহাদাত হোসেন লিটন। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস, নদী, খলিল, সুচরিতা, মিশা সওদাগর, হুমায়ূন ফরিদী প্রমুখ।
দুপুর ২টা ২৫ মিনিটে টেলিভিশন প্রিমিয়ার ছায়াছবি : হিরো ৪২০। পরিচালনা : সৈকত নাসির। অভিনয়ে ওম, নুসরাত ফারিয়া, আশীষ বিদ্যার্থী, রিয়া সেন, শিমুল খান, আহমেদ শরীফ প্রমুখ। সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে গেইম শো : দ্য বক্স। পর্ব ০৩। উপস্থাপনা : নুসরাত ইমরোজ তিশা। পরিচালনা : শাহরিয়ার শাকিল। ৬টা ৪৫ মিনিটে ধারাবাহিক : মেডেল। পর্ব ০৩। রচনা ও পরিচালনা : রায়হান খান। অভিনয়ে মোশাররফ করিম, সারিকা সাবরিন, শাহাদাত হোসেন, জুঁই করিম, শেলী আহসান, মুকুল সিরাজ, মাহবুবুর রহমান, রিমু রেজা খন্দকার প্রমুখ।
রাত ৭টা ৫৫ মিনিটে নাটক : কুয়াশা। গল্প : আফরান নিশো। চিত্রনাট্য ও পরিচালনা : ভিকি জাহিদ। অভিনয়ে আফরান নিশো, তানহা তাসনিয়া প্রমুখ। ৯টায় শর্ট ফিল্ম : মুখোশ। রচনা : আইভানহো মুকিত। পরিচালনা : ময়ূখ বারী। অভিনয়ে এফ এস নাঈম, সারিকা সাবা প্রমুখ। ৯টা ৩০ মিনিটে নাটক : একমুঠো প্রেম। রচনা : জাকারিয়া সৌখিন ও ফাহিম হাসান। পরিচালনা : জাকারিয়া সৌখিন। অভিনয়ে আফরান নিশো, তানজিন তিশা প্রমুখ। ১১টায় নাটক : না হবে না কিছুতেই। রচনা ও পরিচালনা : সোহেল আরমান। অভিনয়ে জিয়াউল ফারুক অপূর্ব, কেয়া পায়েল, দিলারা জামান, শ্যামল জাকারিয়া, জয়িতা প্রিয়ন্তী। ১২টায় কিংবদন্তির গান : আলাউদ্দিন আলী। প্রযোজনা : ওয়াহিদুল ইসলাম শুভ্র। উপস্থাপনা : লাবণ্য। শিল্পী : রাকিবা ইসলাম ঐশী ও অপু আমান।
ঈদুল আজহার চতুর্থ দিন
সকাল ৮টায় ধারাবাহিক : মেডেল। রচনা ও পরিচালনা : রায়হান খান। অভিনয়ে মোশাররফ করিম, সারিকা সাবরিন, শাহাদাত হোসেন, জুঁই করিম, শেলী আহসান, মুকুল সিরাজ, মাহবুবুর রহমান প্রমুখ। ৮টা ৩০ মিনিটে গেইম শো : দ্য বক্স। উপস্থাপনা : নুসরাত ইমরোজ তিশা। পরিচালনা : শাহরিয়ার শাকিল। ৯টায় নাটক : একমুঠো প্রেম। রচনা : জাকারিয়া সৌখিন ও ফাহিম হাসান। পরিচালনা : জাকারিয়া সৌখিন। অভিনয়ে আফরান নিশো, তানজিন তিশা প্রমুখ। ১০টা ৫ মিনিটে বাংলা ছায়াছবি : কোটি টাকার প্রেম। পরিচালনা : সোহানুর রহমান সোহান। অভিনয়ে : শাকিব খান, অপু বিশ্বাস, আবুল হায়াত, মিজু আহমেদ, রিনা খান, মিশা সওদাগর প্রমুখ।
দুপুর ২টা ২৫ মিনিটে বাংলা ছায়াছবি : স্বপ্নের ঠিকানা। পরিচালনা : এম এ খালেক। অভিনয়ে সালমান শাহ, শাবনূর, সোনিয়া, রাজীব, আবুল হায়াত, ডলি জহুর, প্রবীর মিত্র প্রমুখ। সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে গেইম শো : দ্য বক্স। পর্ব ০৪। উপস্থাপনা : নুসরাত ইমরোজ তিশা। পরিচালনা : শাহরিয়ার শাকিল। ৬টা ৪৫ মিনিটে ধারাবাহিক : মেডেল। পর্ব ০৪। রচনা ও পরিচালনা : রায়হান খান। অভিনয়ে মোশাররফ করিম, সারিকা সাবরিন, শাহাদাত হোসেন, জুঁই করিম, শেলী আহসান, মুকুল সিরাজ, মাহবুবুর রহমান, রিমু রেজা খন্দকার প্রমুখ।
রাত ৭টা ৫৫ মিনিটে নাটক : ডার্ক রোস্টেড কফি। রচনা ও পরিচালনা : এজাজ মুন্না। অভিনয়ে চঞ্চল চৌধুরী, ফারিয়া শাহরিন, মাইমুনা ফেরদৌস মম প্রমুখ। ৯টায় শর্ট ফিল্ম : নট আউট। রচনা ও পরিচালনা : মিজানুর রহমান আরিয়ান। অভিনয়ে রোমানা রশীদ ঈশিতা, ওয়াহিদা মল্লিক জলি, খায়রুল বাসার প্রমুখ। ৯টা ৩০ মিনিটে নাটক : দ্য টিচার। রচনা ও পরিচালনা : মাবরুর রশীদ বান্নাহ। অভিনয়ে আবদুন নূর সজল, ইফতেখার রাফসান, ঐশী, সাগর হুদা, রত্না খান, রাশেদ ইমরান প্রমুখ। ১১টায় নাটক : নিকষিত। গল্প : সাইফউদ্দীন শাকিল। রচনা : মামুনুর রশীদ তানিম। পরিচালনা : মাবরুর রশীদ বান্নাহ। অভিনয়ে তাহসান রহমান খান, রুকাইয়া জাহান চমক, ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু প্রমুখ। ১২টায় কিংবদন্তির গান: রবিন ঘোষ। প্রযোজনা : মোহাম্মদ নুরুজ্জামান। উপস্থাপনা : নীল হুরের জাহান। শিল্পী : মুহিন ও নন্দিতা।
ঈদুল আজহার পঞ্চম দিন
সকাল ৮টায় ধারাবাহিক : মেডেল। রচনা ও পরিচালনা : রায়হান খান। অভিনয়ে মোশাররফ করিম, সারিকা সাবরিন, শাহাদাত হোসেন, জুঁই করিম, শেলী আহসান, মুকুল সিরাজ, মাহবুবুর রহমান প্রমুখ। ৮টা ৩০ মিনিটে গেইম শো : দ্য বক্স। উপস্থাপনা : নুসরাত ইমরোজ তিশা। পরিচালনা : শাহরিয়ার শাকিল। ৯টায় নাটক : দ্য টিচার। রচনা ও পরিচালনা : মাবরুর রশীদ বান্নাহ। অভিনয়ে আবদুন নূর সজল, ইফতেখার রাফসান, ঐশী, সাগর হুদা, রত্না খান, রাশেদ ইমরান প্রমুখ। ১০টা ৫ মিনিটে বাংলা ছায়াছবি : নিঃশ্বাস তুমি আমার। পরিচালনা : বদিউল আলম খোকন। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস, মিশা সওদাগর, আলীরাজ, আফজাল শরীফ প্রমুখ।
দুপুর ২টা ২৫ মিনিটে বাংলা ছায়াছবি : বল না তুমি আমার। পরিচালনা : এম বি মানিক। অভিনয়ে শাকিব খান, শখ, নিরব, তমা মির্জা, নূতন, সুচরিতা, প্রবীর মিত্র, মিশা সওদাগর প্রমুখ। সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে গেইম শো : দ্য বক্স। পর্ব ০৫। উপস্থাপনা : নুসরাত ইমরোজ তিশা। পরিচালনা : শাহরিয়ার শাকিল। ৬টা ৪৫ মিনিটে ধারাবাহিক : মেডেল। পর্ব ০৫। রচনা ও পরিচালনা : রায়হান খান। অভিনয়ে মোশাররফ করিম, সারিকা সাবরিন, শাহাদাত হোসেন, জুঁই করিম, শেলী আহসান, মুকুল সিরাজ, মাহবুবুর রহমান, রিমু রেজা খন্দকার প্রমুখ।
রাত ৭টা ৫৫ মিনিটে নাটক : রহিম রূপবান। রচনা : রাসেল আজম। গল্প ও পরিচালনা : পথিক সাধন। অভিনয়ে ফারহান আহমেদ জোভান, তাসনিয়া ফারিণ, নিকুল কুমার মন্ডল, হানিফ পালোয়ান প্রমুখ। ৯টায় শর্ট ফিল্ম : সাথী। রচনা : আইভানহো মুকিত। পরিচালনা : ময়ূখ বারী। অভিনয়ে তানভীন সুইটি, শাহেদ আলী সুজন প্রমুখ। ৯টা ৩০ মিনিটে একক নাটক : বদলে যাওয়া মানুষ। রচনা : ইসরাত আহমেদ। পরিচালনা : সকাল আহমেদ। অভিনয়ে মোশাররফ করিম, জাকিয়া বারী মম, শিল্পী সরকার অপু, আরশ, সেতু প্রমুখ। ১১টায় নাটক : মিডনাইট সান। রচনা : ফরহাদ হোসেন। পরিচালনা : আরিফ এ আহনাফ। অভিনয়ে রাফিয়াথ রশিদ মিথিলা, ইরেশ যাকের, সুমাইয়া অনন্যা, শাকিল রাজ, সুহাসিনী প্রমুখ। ১২টায় কিংবদন্তির গান : সত্য সাহা। প্রযোজনা : হাসান ইউসুফ খান। উপস্থাপনা : ফারজানা বিথী। শিল্পী : রাশেদ ও ঝিলিক।
ঈদুল আজহার ষষ্ঠ দিন
সকাল ৮টায় ধারাবাহিক : মেডেল। রচনা ও পরিচালনা : রায়হান খান। অভিনয়ে মোশাররফ করিম, সারিকা সাবরিন, শাহাদাত হোসেন, জুঁই করিম, শেলী আহসান, মুকুল সিরাজ, মাহবুবুর রহমান প্রমুখ। ৮টা ৩০ মিনিটে গেইম শো : দ্য বক্স। উপস্থাপনা : নুসরাত ইমরোজ তিশা। পরিচালনা : শাহরিয়ার শাকিল। ৯টায় একক নাটক : বদলে যাওয়া মানুষ। রচনা : ইসরাত আহমেদ। পরিচালনা : সকাল আহমেদ। অভিনয়ে মোশাররফ করিম, জাকিয়া বারী মম, শিল্পী সরকার অপু, আরশ, সেতু প্রমুখ। ১০টা ৫ মিনিটে বাংলা ছায়াছবি : পোড়ামন ২। পরিচালনা : রায়হান রাফি। অভিনয়ে সিয়াম আহমেদ, পূজা চেরি, ফজলুর রহমান বাবু, বাপ্পারাজ, নাদের চৌধুরী প্রমুখ।
দুপুর ২টা ২৫ মিনিটে বাংলা ছায়াছবি : ডাক্তার বাড়ি। পরিচালনা : আজিজুর রহমান। অভিনয়ে শাকিব খান, শাবনাজ, অমিত হাসান, জনা, সুচরিতা, এ টি এম শামসুজ্জামান প্রমুখ। সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে গেইম শো : দ্য বক্স। পর্ব ০৬। উপস্থাপনা : নুসরাত ইমরোজ তিশা। পরিচালনা : শাহরিয়ার শাকিল। ৬টা ৪৫ মিনিটে ধারাবাহিক : মেডেল। পর্ব ০৬। রচনা ও পরিচালনা : রায়হান খান। অভিনয়ে মোশাররফ করিম, সারিকা সাবরিন, শাহাদাত হোসেন, জুঁই করিম, শেলী আহসান, মুকুল সিরাজ, মাহবুবুর রহমান, রিমু রেজা খন্দকার প্রমুখ।
রাত ৭টা ৫৫ মিনিটে নাটক : ভাইরাল ভাইরাস। রচনা : শাওন কৈরী। পরিচালনা : গৌতম কৈরী। অভিনয়ে সাফা কবির, ইয়াশ রোহান, শহীদুজ্জামান সেলিম, করবি মিজান, ফরহাদ লিমন প্রমুখ। ৯টায় শর্ট ফিল্ম : প্রেসক্রিপশন। রচনা : সোহাইল রহমান। পরিচালনা : মিজানুর রহমান আরিয়ান। অভিনয়ে সাফা কবির, জুনায়েদ প্রমুখ। ৯টা ৩০ মিনিটে নাটক : ব্যাংকার গার্লফ্রেন্ড। রচনা : মিজানুর রহমান। পরিচালনা : রাফাত মজুমদার রিংকু। অভিনয়ে ফারহান আহমেদ জোভান, তানজিন তিশা প্রমুখ। ১১টায় নাটক : অসুখের নাম ভালোবাসা। রচনা ও পরিচালনা : আজাদ আবুল কালাম। অভিনয়ে সানজিদা প্রীতি, শতাব্দী ওয়াদুদ, ইন্তেখাব দিনার, আজাদ আবুল কালাম প্রমুখ। ১২টায় কিংবদন্তির গান : খন্দকার নুরুল আলম। প্রযোজনা : রফিকুল ইসলাম। উপস্থাপনা : নুঝহাত সাওম। শিল্পী : টুটুল খান ও প্রিয়াংকা বিশ্বাস।
ঈদুল আজহার সপ্তম দিন
সকাল ৮টায় ধারাবাহিক : মেডেল। রচনা ও পরিচালনা : রায়হান খান। অভিনয়ে মোশাররফ করিম, সারিকা সাবরিন, শাহাদাত হোসেন, জুঁই করিম, শেলী আহসান, মুকুল সিরাজ, মাহবুবুর রহমান প্রমুখ। ৮টা ৩০ মিনিটে গেইম শো : দ্য বক্স। উপস্থাপনা : নুসরাত ইমরোজ তিশা। পরিচালনা : শাহরিয়ার শাকিল। ৯টায় নাটক : ব্যাংকার গার্লফ্রেন্ড। রচনা : মিজানুর রহমান। পরিচালনা : রাফাত মজুমদার রিংকু। অভিনয়ে ফারহান আহমেদ জোভান, তানজিন তিশা প্রমুখ। ১০টা ৫ মিনিটে বাংলা ছায়াছবি : হিরো ৪২০। পরিচালনা : সৈকত নাসির। অভিনয়ে ওম, নুসরাত ফারিয়া, আশীষ বিদ্যার্থী, রিয়া সেন, শিমুল খান, আহমেদ শরীফ প্রমুখ।
দুপুর ২টা ২৫ মিনিটে বাংলা ছায়াছবি : এক মন এক প্রাণ। পরিচালনা : সোহানুর রহমান সোহান। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস, তমা মির্জা, আলীরাজ, মারুফ, মিশা সওদাগর প্রমুখ। সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে গেইম শো : দ্য বক্স। পর্ব ০৭। উপস্থাপনা : নুসরাত ইমরোজ তিশা। পরিচালনা : শাহরিয়ার শাকিল। ৬টা ৪৫ মিনিটে ধারাবাহিক : মেডেল। পর্ব ০৭। রচনা ও পরিচালনা : রায়হান খান। অভিনয়ে মোশাররফ করিম, সারিকা সাবরিন, শাহাদাত হোসেন, জুঁই করিম, শেলী আহসান, মুকুল সিরাজ, মাহবুবুর রহমান, রিমু রেজা খন্দকার প্রমুখ।
রাত ৭টা ৫৫ মিনিটে নাটক : ধন্যবাদ। রচনা : লিটু সাখাওয়াত। পরিচালনা : শাখাওয়াত শিবলী। অভিনয়ে আ খ ম হাসান, অপর্ণা ঘোষ, লীনা আহমেদ, জেবুন্নেসা সোবহান প্রমুখ। ৯টায় শর্ট ফিল্ম : বিপরীতে তুমি আমি। গল্প : জান্নাতুল ফেরদৌস লাবণ্য। চিত্রনাট্য : গোলাম সরোয়ার অনিক। পরিচালনা : পথিক সাধন। অভিনয়ে তৌসিফ মাহবুব, নাদিয়া মিম প্রমুখ। ৯টা ৩০ মিনিটে নাটক : বেকারত্বের সৌরভ। রচনা ও পরিচালনা : গোলাম সোহরাব দোদুল। অভিনয়ে সৈয়দ জামান শাওন, তানিয়া বৃষ্টি, লুৎফর রহমান জর্জ প্রমুখ। ১১টায় নাটক : পরানের মানুষ। রচনা : মাসুম শাহরিয়ার। পরিচালনা : দীপু হাজরা। অভিনয়ে সারিকা সাবরিন, আবদুন নূর সজল, ফখরুল বাশার মাসুম, বৈদ্যনাথ সাহা, রাশেদা রাখী প্রমুখ। ১২টায় কিংবদন্তির গান : খান আতাউর রহমান। প্রযোজনা : ওয়াহিদুল ইসলাম শুভ্র। উপস্থাপনা : নাহিদা আফরোজ সুমি। শিল্পী : সাব্বির জামান ও চম্পা বণিক।