ঈদের দিন এনটিভিতে মোশাররফ-চঞ্চল-নিলয়দের ৫ নাটক
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/04/22/eid_natok_ntv_23_day_1.jpg)
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করেছে। সাত দিনব্যাপী সেই আয়োজনে ঈদের দিন এনটিভিতে প্রচার হবে তিনটি একক নাটক, একটি ধারাবাহিক নাটক ও একটি টেলিফিল্ম।
টেলিফিল্ম ‘ক্যান্সার পার্টনার’ প্রচার হবে দুপুর ২টা ৩০ মিনিটে। রচনা শফিকুর রহমান শান্তনু, পরিচালনা চয়নিকা চৌধুরী। অভিনয়ে তারিন, নাসির উদ্দিন খান ও রাশেদ মামুন অপু।
নাটক ‘রেডিমেইড ঝামেলা’ প্রচার হবে সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে। রচনা পাপ্পুরাজ, পরিচালনা মুসাফির রনি। অভিনয়ে নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি।
নাটক ‘জায়াপতি তেলেসমতি’ প্রচার হবে রাত ৯টা ৩০ মিনিটে। রচনা ও পরিচালনা রুলীন রহমান। অভিনয়ে মোশাররফ করিম ও সারিকা সাবরিন।
নাটক ‘আপন যে জন’ প্রচার হবে রাত ১১টায়। রচনা ও পরিচালনা শাহজাহান সৌরভ। অভিনয়ে অপূর্ব ও জাকিয়া বারী মম।
![](https://ntvbd.com/sites/default/files/styles/infograph/public/images/2023/04/22/wada-duet-poster-web.jpg 687w)
সাত পর্বের ধারাবাহিক নাটক ‘ওয়াদা’ প্রচার হবে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে। রচনা বৃন্দাবন দাস, পরিচালনা সকাল আহমদে। অভিনয়ে চঞ্চল চৌধুরী, নাজিয়া হক অর্ষা, শাহনাজ খুশি, মাসুম বাশার, জয় রাজ, মৌসুমী হামিদ, প্রাণ রায়, আরফান আহমেদ, শিরিন আলমসহ অনেকেই।
এনটিভিতে প্রচারের পর তিনটি একক নাটক, একটি ধারাবাহিক নাটক ও একটি টেলিফিল্ম এনটিভি নাটক ইউটিউব চ্যানেলে দেখা যাবে।