ঈদের পর সুখবর দেবেন মিম
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/07/16/oooo.jpg)
মডেল-অভিনেত্রী মারিয়া মিম। বর্তমানে বিজ্ঞাপন-নাটকে কাজ করলেও চলচ্চিত্রে নিজের অবস্থান তৈরি করতে চান। সম্প্রতি তিনি ‘সিলন মেলোডিস’ শিরোনামের নতুন একটি বিজ্ঞাপনে মডেল হয়েছেন। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন জুয়েল। এরই মধ্যে এটি প্রচার হয়েছে একাধিক টেলিভিশনে। বিজ্ঞাপনটি অনেকেই প্রশংসা করেছেন। এতে নতুন করে পথ চলার উৎসাহ পাচ্ছেন মিম।
মারিয়া মিম এনটিভি অনলাইনকে বলেন, ‘নতুন লেখকদের জন্য গানের লিরিক প্রতিযোগিতার আয়োজন করেছে সিলন। সেই প্রতিযোগিতার জন্যই প্রমোশনাল এ বিজ্ঞাপন করা হয়েছে। বিজ্ঞাপনটি প্রচারের পর বেশ সাড়া পাচ্ছি। অনেকেই প্রশংসা করছেন, উৎসাহ দিচ্ছেন। এতে করে নতুন করে পথ চলার আগ্রহ তৈরি হয়েছে নিজের মধ্যে।’
ঈদের পর একাধিক সুখবর দেবেন জানিয়ে মিম বলেন, ‘করোনার আগে অনেক বিজ্ঞাপনের ব্যাপারে কথা হয়েছিল। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক না থাকায় সেগুলো করা হয়নি। এখন সেগুলো নিয়ে নির্মাতাদের সঙ্গে কথা হচ্ছে। আমি মূলত চলচ্চিত্রে নিজের অবস্থান তৈরি করতে চাই। ভালো মানের চলচ্চিত্রে কাজ করতে চাই। ঈদের পর কিছু বিজ্ঞাপন ও চলচ্চিত্রের সুখবর দিতে পারব বলে আশা করি।’
মারিয়া মিম এর আগে বাংলাদেশের বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ড, যেমন—ওয়ালটন, টপ টেন মার্ট, টিভিএস বাইক, সিটি ব্যাংক ইত্যাদির বিজ্ঞাপনে মডেল হয়েছেন।