ঈদে ‘মন খারাপের দিন’
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/07/01/mon_kharaper_din.jpg)
তরুণ, সাব্বির ও সৃহৃদ। ছবি : সংগৃহীত
তরুণ মুন্সীর সুরে সুহৃদ সুফিয়ানের কথায় আসছে সাব্বির নাসিরের স্যাড রোমান্টিক ঘরানার নতুন গান ‘মন খারাপের দিন’।
গানটির ভিডিওতে অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর ও পুনম হাসান জুঁই।
সাব্বির নাসির জানান, গানচিত্রটি পরিচালনা করেছেন আফফান আজিজ প্রীতুল। গানটি সাতমাত্রার এবং কথা ও সুরে মন খারাপের গভীরতা তীব্রভাবে প্রকাশ পেয়েছে।
জুলাইয়ের প্রথম সপ্তাহে গানটি প্রকাশ পাবে অন্তর্জালে।