ঈদে শান্তি ও সুস্বাস্থ্য কামনা শাহরুখের
যথাযথ মর্যাদা, ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশ ও উৎসবের আমেজে আজ শনিবার বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন হচ্ছে। ধর্মপ্রাণ মুসলমানরা ঈদের নামাজ ও পশু কোরবানির মধ্য দিয়ে পালন করছেন অন্যতম বৃহত্তম এ ধর্মীয় উৎসব। আর বিশেষ এ দিনে ভক্তদের শুভেচ্ছা জানালেন বলিউড সুপারস্টার শাহরুখ খান।
আজ শনিবার মাইক্রো-ব্লগিং সাইট টুইটারে শাহরুখ খান একটি ছবি শেয়ার করে ভক্তদের ঈদ মুবারক জানান। প্রত্যেকের সুখ-সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন। সেইসঙ্গে সবাইকে আত্ম-আলিঙ্গনের আহ্বান জানান।
এবার করোনা পরিস্থিতিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনেই চলছে উদযাপন।
হজরত ইব্রাহিম (আ.)-এর আত্মত্যাগ ও অনুপম আদর্শের প্রতীকী নিদর্শন হিসেবে প্রায় সাড়ে চার হাজার বছর আগে থেকে শুরু হয় কোরবানির এ প্রচলন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে হজরত ইব্রাহিম (আ.) তাঁর প্রাণপ্রিয় পুত্র হজরত ইসমাইল (আ.)-কে কোরবানি করতে উদ্যত হয়েছিলেন। ওই অনন্য ঘটনার স্মরণেই ঈদুল আজহায় পশু কোরবানির এ রেওয়াজ চালু হয়।
মহান আল্লাহপাকের প্রতি আনুগত্য প্রকাশ, তাঁর সন্তুষ্টি অর্জন এবং তাঁরই রাস্তায় সর্বোচ্চ আত্মত্যাগের এ ঐতিহাসিক ঘটনার ধারাবাহিকতায় মুসলিম বিশ্বে কোরবানি ও ঈদুল আজহা উদযাপন হয়ে আসছে।