ঈদে শামীম জামানের ১২ নাটক
অভিনেতা হিসেবে বেশ জনপ্রিয়, নির্মাতা হিসেবেও নন্দিত শামীম জামান। তবে নিজের পরিচালিত নাটকের বাইরে বর্তমানে কমই দেখা মেলে তাঁর। সারা বছরই বিভিন্ন টিভি চ্যানেলের জন্য নির্মাণ করছেন নাটক। এবারের ঈদেও ১২টি নাটক নির্মাণ করেছেন তিনি।
নাটকগুলো হচ্ছে—এনটিভিতে ‘টাম কাড’, ঈগল মিউজিকের ব্যানারে নির্মাণ করেছেন ‘ঢাকাইয়া জিম’, ‘মামলাবাজ জামাই’ ও ‘পাবলিক ফিগার’। সিডি চয়েসের জন্য ‘সাইকেল মেকার’, ‘পেইনফুল’, শরৎ টেলিফিল্মে ‘ক্ষমতাবান’ ও ‘বুদ্ধিমান চোর’, লাইভ টেকনোলজিতে ‘কন্ট্রাক’, সিডি চয়েসে ‘প্রতিবেশীকে ভালোবাসো’, হিয়া মাল্টিমিডিয়ায় ‘শ্বশুরবাড়ি লকডাউন’, ‘ছোট মিয়া বড় মিয়া’।
নাটকগুলোতে অভিনয় করেছেন এ সময়ের তারকা শিল্পীরা। তাঁদের মধ্যে রয়েছেন—মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, আ খ ম হাসান, বৃন্দাবন দাস, জয়রাজ, আরফান আহাম্মেদ, চিত্রলেখা গুহ, শাহনাজ খুশি, রোবেনা রেজা জুঁই, সারিকা, মৌসুমী হামিদ, জামিল হোসেন, পায়েল, সঞ্জীব, আমানুল হক হেলাল, জাহারা মিতু, স্বাগতা, অরিন, এভ্রিল, আশিক চৌধুরী, লাবণ্য লিজা, মাহা, শৈলী আহমেদ। নাটকগুলো পরিচালনার পাশাপাশি অভিনয়ও করেছেন শামীম জামান।
নাটকগুলো প্রসঙ্গে শামীম জামান বলেন, ‘করোনাভাইরাসের কারণে রোজার ঈদে কাজ করতে পারিনি। এবারের ঈদে বেশ কিছু মানসম্মত নাটক দর্শক উপহার পাবেন। মোশাররফ করিমকে নিয়ে টেলিফিল্ম কনট্রাক্ট আর বৃন্দাবন দাসের রচনায় দুটি ধারাবাহিক নাটক। প্রত্যেক নাটকের গল্পে রয়েছে ভিন্নতা। সবাই সবার জায়গা থেকে খুবই আন্তরিকভাবে কাজ করেছেন। আশা করছি, দর্শক নাটকগুলো পছন্দ করবেন।’