এক নম্বরে দুয়া লিপার ‘ফিউচার নস্টালজিয়া’ অ্যালবাম
জয়রথ যেন ছুটেই চলেছে ব্রিটিশ গায়িকা, গীতিকার ও মডেল দুয়া লিপার। তাঁর ‘ফিউচার নস্টালজিয়া’ প্রথমবারের মতো যুক্তরাজ্যে শীর্ষ অ্যালবামের তালিকায় উঠে এসেছে।
২০১৮ সালে দুয়া লিপার নিজ নামে মুক্তি পাওয়া প্রথম অ্যালবাম নিজ দেশে তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছিল। মার্কিন সংগীতশিল্পী বিল উইথারসের মৃত্যুর পর ইউকে চার্টে তাঁর ‘দ্য আলটিমেট কালেকশন‘ সেরা দশে উঠে এসেছে। ২০১৭ সালে সেটি ৪১তম ছিল। দুয়া লিপার ‘ফিজিক্যাল’ ও ‘ডোন্ট স্টার্ট নাও’ চার ও পাঁচ নম্বর অবস্থান থেকে সরে গেছে।
দুয়া লিপার ক্যারিয়ার শুরু মডেলিং দিয়ে। ১৯৯৫ সালের ২২ আগস্ট জন্ম নেওয়া এই তারকা ২০১৫ সালে ওয়ার্নার মিউজিক গ্রুপের সঙ্গে চুক্তি করেন। দুটি গ্র্যামি অ্যাওয়ার্ড, তিনটি ব্রিট অ্যাওয়ার্ডসহ আরো বেশ কিছু পুরস্কার রয়েছে তুমুল জনপ্রিয় এই শিল্পীর ঝুলিতে।