এনটিভিতে ‘অবশেষে’

Looks like you've blocked notifications!
নাটকের শুটিংয়ের দৃশ্য। ছবি : সংগৃহীত

জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে আগামী সোমবার (১২ জুলাই) রাত সাড়ে ৯টায় প্রচার হবে একক নাটক ‘অবশেষে’। জিকু চৌধুরীর রচনা ও চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন জিকু চৌধুরী ও আলমগীর হোসেন।

নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, শারমিন জোহা শশী, শামান্তা শিমু, মাহাবুবুল আলম ও শিখা মৌ। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শাওন অর্ক, সখরিয়া মন্ডল, সেঁজুতি ইসলাম, রিপন, মৌনিষা ও ফয়সাল আগুন।

নাটকের শুটিংয়ের দৃশ্য। ছবি : সংগৃহীত

নাটকের গল্প এমন—হৃদয় আর হিমির প্রেমের সম্পর্ক দীর্ঘদিনের। একসঙ্গে চাকরি করার সুবাদে বাসা ও একই মহল্লায়। হৃদয় আর হিমি প্রতিদিন একসঙ্গে অফিসে আসা-যাওয়া করে। আর হিমির কারণে হৃদয়কে অফিসে প্রায় দিনই বকা শুনতে হয়। অফিসের অনেকেই বাঁকা চোখে তাকায় তাদের দিকে।

হিমির ছোট বোন রিক্তা তিন বছর আগে আকাশ নামের এক ছেলেকে পালিয়ে বিয়ে করে। আর তাই বাড়িতে আসা-যাওয়া বন্ধ হয়ে যায়। একদিন হঠাৎ রিক্তা বাড়ি আসে। বাকিটা দেখতে চোখ রাখতে হবে এনটিভির পর্দায়।