এনটিভিতে একক নাটক ‘রাজহাঁস’

Looks like you've blocked notifications!
নাটকের দৃশ্যে সালাহউদ্দীন লাভলু ও নাদিয়া আহমেদ। ছবি : সংগৃহীত

জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভিতে শুক্রবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ৯টায় প্রচার হবে একক নাটক ‘রাজহাঁস’।

পান্থ শাহরিয়ারের রচনায় নাটকটি পরিচালনা করেছেন নিয়াজ মাহবুব। নাটকটির কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেছেন সালাহউদ্দীন লাভলু ও নাদিয়া আহমেদ। এ ছাড়া অভিনয় করেছেন আমিনুল ইসলাম বরুণ, রেজওয়ান পারভেজ, নাইমা আলম মাহা, শায়ান মাহবুব প্রমুখ।

ইমপেল পিকচার্স প্রযোজিত নাটকের গল্প এমন—একটি রাজহাঁসের সাথে আরও অনেক কিছু ঘরে চলে এসেছে, সেটা ঘুণাক্ষরেও বুঝতে পারেনি জয়নাল। মাস দুই পর পর কাজ থেকে ছুটি পেলে জয়নাল যখন বাড়ি আসে, তখন স্ত্রী চম্পা আর ছেলে নয়নের কোনও কথাই ফেলতে পারে না।

বাজার থেকে বাপ-ছেলে মস্ত বড় একটা রাজহাঁস কিনে বাড়ি ফিরতেই পড়তে হয় চম্পার তোপের মুখে। সারা দিনমান বাংলা সিনেমায় বুঁদ হয়ে থাকা চম্পার জন্য এই হাঁসটা একটা উৎপাত বৈ আর কিছুই নয়। জীবনটাকে সিনেমার রঙে রঙিন করে দেখতে চাওয়া চম্পাকে যখন আদর করে জয়নাল বোঝাবার চেষ্টায় ব্যর্থ, ঠিক তখন বাড়ির উঠানে তিনটি অপরিচিত মুখ। বাকি গল্প জানতে চোখ রাখতে হবে এনটিভির পর্দায়।