এনটিভিতে মাহফুজ-মেহজাবীনের ‘অ্যাব-নরমাল’

Looks like you've blocked notifications!
 নাটকের দৃশ্যে মাহফুজ ও মেহজাবীন। ছবি : সংগৃহীত

হাস্যরসের মধ্য দিয়ে জীবনের গল্প তুলে ধরেন পরিচালক মাসুদ সেজান। এবারের পবিত্র ঈদুল ফিতরে এনটিভির সাত দিনব্যাপী বিশেষ আয়োজনে থাকছে তাঁর পরিচালিত বিশেষ নাটক ‘অ্যাব-নরমাল’। নাটকে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ ও জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

এনটিভিতে ঈদের সাত দিন প্রতিদিন রাত ১২টা ৫ মিনিটে প্রচার হবে সাত পর্বের বিশেষ ধারাবাহিক নাটকটি। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনাও করেছেন মাসুদ সেজান।

নাটকের গল্প নিয়ে মাসুদ সেজান বলেন, ‘নাটকের গল্প দেখা যাবে তোফা সবকিছুতেই তার বউকে সন্দেহ করে। বউ অ্যানি এটা কিছুতেই মেনে নিতে পারছে না। প্রতিনিয়ত সব কাজের ব্যাখ্যা দিতে দিতে সে ক্লান্ত। সত্য কথা বললেও সেটা মানতে পারছে না তোফা। একসময় অ্যানি তাকে অ্যাব-নরমাল বলে তিরস্কার করলে তোফা চুপ হয়ে যায়। তোফার সন্দেহ হয়, আসলেই সে অ্যাব-নরমাল হয়ে যাচ্ছে কি না! তার পরিচিত মানুষগুলো কি ভালো আছে?’

মাহফুজ আহমেদ বলেন, ‘ঈদের সময় দর্শক নাটকটি দেখে বিনোদন পাবেন। পাশাপাশি আমাদের জীবনের সিরিয়াস কিছু বিষয় নাটকের মধ্য দিয়ে উঠে এসেছে। আমি বলব, আপনারা সবাই নাটকটি দেখুন। আনন্দ পাবেন। নিজের মধ্যে উপলব্ধিও তৈরি হবে। সবাই বাসায় থাকুন। সুস্থ থাকুন।’ 

মাহফুজ আহমেদ, মেহজাবীন ছাড়াও এই নাটকে অভিনয় করেছেন মিশু সাব্বির, ডা. এজাজ, শামীমা নাজনীন, সিফাত শাহ্রিন, আল আমিন সবুজ, শহীদ উন নবী, মুনিয়া ইসলাম, তন্দ্রা, রিমি করিম প্রমুখ।