এনটিভিতে শুক্রবার প্রচার হবে একক নাটক ‘পাগলামি’

দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভিতে আগামীকাল শুক্রবার রাত সাড়ে ৯টায় প্রচার শুরু হবে একক নাটক ‘পাগলামি’। শুদ্ধলতার গল্পে নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মোর্শেদুর রহমান অন্তর।
নাটকের কাহিনীতে দেখা যাবে- ছোটবেলার বন্ধু রাশেদ ও ইলা একে অপরকে ভালোবাসে। রাশেদ কিছু করে না; খায়-দায় ঘুরে বেড়ায়। ইলা ওকে শাসন করে। রাশেদ শোনে না। ইলা একপর্যায়ে মায়ের পছন্দ করা ছেলেকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। প্রেমিকার বিয়ের কথা শুনেও রাশেদ নির্বিকার থাকে। সে বিয়ের দিন ইলার বাসার নিচে গিয়ে ইলাকে শুভকামনা জানায়। এরপর দুজনের বিভিন্ন স্মৃতি সারা দিন ভাসতে থাকে রাশেদের চোখে। ইলা বিয়ে করে শ্বশুর বাড়িতে চলে যায়। সেদিন মাঝরাতে হঠাৎ আইসক্রিম নিয়ে রাশেদ ইলার শ্বশুরবাড়ির নিচে চলে যায়। জোরে জোরে ডাকতে থাকে ইলাকে। একপর্যায়ে ইলার স্বামী ইলার হাত ধরে রাশেদের কাছে নিয়ে আসে। ইলা রাশেদকে তিরষ্কার করে বলে, ‘আমি আমার সংসার নিয়ে ভালো আছি, আমাকে ভালো থাকতে দে।’ এভাবেই এগিয়ে যায় নাটকের কাহিনী।

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অলংকার চৌধুরী, সুজন হাবিব, এ কে আজাদ সেতু, শম্পা নিজাম প্রমুখ। চিত্রগ্রাহক জয় আব্রাহাম ও প্রযোজক জহির করিম। অন্তরীপ প্রোডাকশনের নাটকটির পোস্টার ডিজাইন করেছেন মুন্না।