এনটিভির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কর্ণিয়ার শুভেচ্ছা

‘সময়ের সাথে আগামীর পথে’ স্লোগান নিয়ে এনটিভির জন্ম। আর এই আগামীর পথে চলতে চলতে সাফল্যের সঙ্গে ১৭ বছর পার করল বেসরকারি এই স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল। প্রতিষ্ঠানটি এখন আরো ঋদ্ধ, আরো প্রাণচঞ্চল ও আরো গণমুখী। ৩ জুলাই ১৮ বছরে পা রাখল এনটিভি।
এনটিভির জন্মদিনে বিভিন্ন অঙ্গনের তারকারা শুভেচ্ছা জানিয়েছেন। বিভিন্ন অনুষ্ঠান নিয়ে মন্তব্য করেছেন। দেশের বাইরে এনটিভির অবস্থানে গর্বিত কেউ কেউ।
এনটিভির এ শুভক্ষণে কণ্ঠশিল্পী জাকিয়া সুলতানা কর্ণিয়া শুভকামনা জানিয়ে বলেছেন, ‘হাঁটি হাঁটি পা পা করে এনটিভি এখন ১৮-তে পৌঁছাল। আমার প্রিয় চ্যানেলের তালিকায় এনটিভি অন্যতম। তাই এনটিভির জন্মদিনে এনটিভি পরিবারসহ এনটিভি অনলাইনের সব প্রিয় ভাইবোনকে শুভেচ্ছা জানাচ্ছি অন্তরের গভীর থেকে।’
কর্ণিয়া আরো বলেন, ‘এনটিভি এগিয়ে যাক বহু দূর। নতুন নতুন কাজ উপহার দিক, ভালো কাজ উপহার দিয়ে মানুষের ভালোবাসা অর্জন করুক আরো। আমরা পাশে আছি, থাকব সর্বক্ষণ। অনেক ভালোবাসা সবাইকে। শুভ ১৮তম জন্মদিন, এনটিভি।’
২০০৩ সালে আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ‘সময়ের সাথে আগামীর পথে’—এই স্লোগানে বাংলা ভাষা ও সংস্কৃতিকে ধারণ করে নতুন টেলিভিশন চ্যানেলের স্বপ্ন দেখাতেই জন্ম এনটিভির।
শুরু থেকেই আধুনিক সম্প্রচার প্রযুক্তি নিয়ে কাজ শুরু করে এনটিভি। আর এই কবছরে শব্দ, ছবি আর সম্প্রচারে অন্য চ্যানেলের সঙ্গে একটা বড় পার্থক্য গড়ে নিয়েছে চ্যানেলটি। প্রযুক্তির বিস্ময়ের সঙ্গে দর্শককে পরিচয় করিয়ে দিতে খুব একটা সময় নেয়নি এনটিভি। দেশ-বিদেশে ব্যাপ্তি আর সম্প্রচারের সময় বাড়ার সঙ্গে সঙ্গে চ্যানেলের অনুষ্ঠানে এসেছে বৈচিত্র্য। গড়ে উঠেছে এনটিভির নিজস্ব চরিত্র, যার নেপথ্যে রয়েছে সুচিন্তিত-সুপরিকল্পিত পরিচালনা ও দক্ষ কর্মীদের নিরলস পরিশ্রম।
ডিজিটাল মাধ্যমেও অগ্রযাত্রার অংশীদার এনটিভি। ২০১৫ সালের ১ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে এনটিভির ডিজিটাল প্ল্যাটফর্ম এনটিভি অনলাইন। দর্শকের ভালোবাসা ও পরামর্শই এনটিভির চলার পাথেয়।