এফডিসিতে পাঁচ গরু কোরবানি দেবেন পরী

Looks like you've blocked notifications!

এফডিসিকে নিজের পরিবার মনে করেন চিত্রনায়িকা পরী মণি। চার বছর ধরে এফডিসিতে কোরবানি দিচ্ছেন তিনি। এ বছরও বাদ যাচ্ছে না। এবার পাঁচ গরু কোরবানি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এ বিষয়ে পরী মণি এনটিভি অনলাইনকে বলেন, ‘সবাই চায় নিজের পরিবার নিয়ে সুন্দর করে ঈদের দিনটি কাটাতে। আমি কি আমার পরিবার নিয়ে ঈদ করব না? আমার পরিবারের লোকগুলো কি ঈদের দিন গরুর মাংস খাবে না? অবশ্যই খাবে। নিজের পরিবারের জন্যই এ বছর পাঁচটি গরু কোরবানি দেওয়ার চিন্তা করেছি।’

পরিবারের কনিষ্ঠ সদস্য হলেও দায়িত্ব এড়াতে চান না পরী মণি। বলেন, ‘ছোট সন্তান যদি সচ্ছল হয় বা সামর্থ্যবান হয়, তবে তারও নিজের পরিবারের প্রতি দায়িত্ব রয়েছে। আমি কনিষ্ঠ সদস্য হিসেবে নিজের দায়িত্ব এড়াতে চাই না।’

হালে এফডিসির ১৮ সংগঠন ও চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি-সম্পাদক মিশা-জায়েদের বিরোধ চলছে। তবে কোনো বিরোধ বা রাজনীতির সঙ্গে নিজেকে জড়াতে নারাজ পরী।

পরী বলেন, ‘পরিবারের মধ্যে অনেক ঘটনাই ঘটতে পারে। আমি কোনো রাজনীতির সঙ্গে নেই। সন্তান হিসেবে শুধু দায়িত্বটা পালন করতে চাই। সবাই দোয়া করবেন, আমি যেন সারা জীবন নিজের দায়িত্ব পালন করতে পারি।’

গত বছর এফডিসিতে চারটি গরু কোরবানি দেন পরী। পরে কোরবানির মাংস নিজে দাঁড়িয়ে অসচ্ছল শিল্পী ও কলাকুশলীদের হাতে তুলে দেন।

২০১৬ সালে এফডিসিতে কোরবানি দেওয়া শুরু করেন চিত্রনায়িকা পরী মণি। প্রথম বছর একটি দিয়ে পরীর কোরবানি শুরু হলেও পরের বছর দুটি এবং তার পরের বছর তিনটি গরু কোরবানি দেন এ নায়িকা। এ ধারাবাহিকতায় এফডিসিতে এ বছর পাঁচটি গরু কোরবানি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।