এবারও ব্যবসায়ীর সঙ্গে বিয়ে করলেন দিয়া মির্জা
বলিউড অভিনেত্রী ও সাবেক বিউটি কুইন দিয়া মির্জা ফের বিয়ের পিঁড়িতে বসেছেন। সোমবার সন্ধ্যায় ভারতের মুম্বাইয়ের বান্দ্রায় নিজ বাসভবনের বাগিচায় প্রেমিক বৈভব রেখির সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন এই অভিনেত্রী। দিয়ার স্বামী বৈভব রেখি পেশায় ব্যবসায়ী। তাঁদের এক বছরের প্রেমের সম্পর্ক ছিল।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর, বিয়েতে সাবেক এই মিস ইন্ডিয়া ও মিস এশিয়া প্যাসিফিক লাল শাড়ি পরেছিলেন আর তাঁর স্বামী পাগড়ির সঙ্গে সাদা কুর্তা-পায়জামা পরেছিলেন। দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা বিয়েতে উপস্থিত ছিলেন। এর আগে রোববার মেহেদিরাঙা হাতের ছবি পোস্ট করেছিলেন দিয়া।
২০১৪ সালে সাহিল সংঘ নামের এক ব্যবসায়ীর সঙ্গে ঘর বেঁধেছিলেন দিয়া। তার আগে প্রায় ছয় বছর চুটিয়ে প্রেম করেছিলেন দুজনে। সব মিলিয়ে দীর্ঘ ১১ বছরের সম্পর্কের যবনিকা হয়েছিল তাঁদের। ২০১৯ সালের ১ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়া জানিয়ে দেন, দীর্ঘ ১১ বছরের সম্পর্কের ইতির কথা। বিচ্ছেদের সিদ্ধান্ত হয় উভয়ের সম্মতিতে।