এবার করোনায় আক্রান্ত ঋত্বিক চক্রবর্তী
ভারতের করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। বলিউডের মতো করোনা-কাঁটায় জর্জরিত টালিগঞ্জও। একের পর এক সেলেবদের সংক্রমিত হওয়ার খবর আসছে। এবার সেই তালিকায় যুক্ত হলো ভিন্ন ঘরানার বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর নাম।
ছেলে উজান গাঙ্গুলির পর করোনায় আক্রান্ত হন কলকাতার খ্যাতিমান পরিচালক কৌশিক গাঙ্গুলি। কয়েক দিন আগে পশ্চিমবঙ্গের বোলপুরে ‘কাব্বাডি কাব্বাডি’ সিনেমার শুটিং করছিলেন তিনি।
কলকাতার আনন্দবাজার পত্রিকার খবর, গতকাল বুধবার ‘কাব্বাডি কাব্বাডি’ টিমের ঋত্বিক চক্রবর্তীর করোনার নমুনা পরীক্ষার ফল বেরোনোর কথা ছিল। রিপোর্ট পজিটিভ এসেছে। ঋত্বিক চক্রবর্তীর স্বাদ-গন্ধ চলে গিয়েছিল। আপাতত সেই অনুভূতি ফিরলেও এখন অভিনেতা করোনা পজিটিভ।
এদিকে, একই টিমের চিত্রনায়িকা সোহিনী সরকার নিভৃতবাসে রয়েছেন। গতকাল আনন্দবাজার পত্রিকাকে তিনি বলেন, ‘আমি এখন ঠিক আছি। জ্বর নেই। নিভৃতবাসে আছি। আমার বাড়িতে মা আছে, তাই রণজয়ের বাড়িতে আছি। আমি ২১ তারিখে কলকাতায় ফিরেছি। করোনার জন্য ছবির শুটিং বন্ধ করে দেওয়া হয়। মাত্র ১০ শতাংশ ছবির কাজ বাকি থেকে গেল।’
দুঃসংবাদ এখানেই থেমে নেই, যাঁরা ভারতের জি বাংলার সিরিয়ালের ভক্ত, তাঁরা নিশ্চয়ই একনামে চেনেন ‘রানিমা’ দিতিপ্রিয়া রায়কে। করোনায় আক্রান্ত হয়েছেন তিনি। আক্রান্ত তাঁর মা-বাবাও।
আপাতত শুটিং থেকে ছুটি নিয়ে বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন দিতিপ্রিয়া রায়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যাবতীয় নিয়ম মেনে চলছেন। দ্রুত সুস্থতা ও শুটিং ফ্লোরে ফিরে যাওয়াই রানিমার একমাত্র লক্ষ্য।