এবার মিশার সঙ্গী চম্পা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/08/12/misha.jpg)
সম্প্রতি ‘আতর রাশি ও দুষ্টু বালিকারা’ শিরোনামের ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন চলচ্চিত্রের অভিনেতা মিশা সওদাগর। এটি রচনা, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন তারিক মুহাম্মদ হাসান। এতে ‘ইনসাফ ভাই’ চরিত্রে দেখা যাবে মিশা সওদাগরকে। নতুন খবর হচ্ছে, নাটকে তাঁর সঙ্গী হলেন চলচ্চিত্রের আরেক জনপ্রিয় অভিনেত্রী চম্পা। এর মাধ্যমে প্রথমবারের মতো নাটকে একসঙ্গে দেখা যাবে তাঁদের।
চম্পার সঙ্গে অভিনয় প্রসঙ্গে এনটিভি অনলাইনকে মিশা সওদাগর বলেন, ‘চলচ্চিত্রের শুরু থেকেই আসলে আমরা একসঙ্গে অভিনয় করছি। তবে নাটকে এর আগে কাজ করা হয়নি। তবে আমি মনে করি অভিনয় তো অভিনয়ই। সেটা নাটক হোক কিংবা সিনেমা। আশা করি চলচ্চিত্রে আমাদের দর্শক যেভাবে গ্রহণ করেছেন, ভালোবেসেছেন, ছোট পর্দায়ও আমাদের সেই ভালোবাসা অক্ষুণ্ণ থাকবে।’
গল্পে দেখা যাবে, পুরান ঢাকার আতর ব্যবসায়ী ‘ইনসাফ ভাই’। ছোট বোনের পড়াশোনার কারণে বাড়ি কিনেছেন উত্তরায়। ইনসাফ ভাইয়ের বাড়ির নাম ‘ব্যাচেলর প্যারাডাইস’। যেখানে ব্যাচেলর ছেলেরা ভাড়া থাকে। সামনেই আর এক বাড়ি, নাম ‘নারীমহল’। এই বাড়ির মালিক গুলনাহার। নারীমহলের দায়িত্ব দিয়েছে ছোট বোন টিউলিপকে। পুরুষবিদ্বেষী টিউলিপ সব সময় ব্যস্ত থাকে নারীমহলের মেয়েদের নানান ঝামেলা মেটাতে। পুরুষবিদ্বেষী হলেও টিউলিপ মনে মনে পছন্দ করে ইনসাফ ভাইকে। নারীমহলের পাশের বাড়ির নাম ‘সুখী পরিবার’। খান বাহাদুর সুলতান শাহের নবম প্রজন্ম খান বাহাদুর তবারক শাহের বাড়ি এটি। তার আদরের নাতনি জান্নাতও ঘটনাক্রমে প্রেমে পড়ে যায় ইনসাফ ভাইয়ের। ইনসাফ, জান্নাত ও টিউলিপের ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে এগোতে থাকে নাটক।
১৯ আগস্ট থেকে সপ্তাহের প্রতি বুধ, বৃহস্পতি ও শুক্রবার রাত ৮টা ৩০ মিনিটে নাগরিক টেলিভিশনে প্রচার হবে নাটকটি। ‘আতর রাশি ও দুষ্টু বালিকারা’ নাটকে আরো অভিনয় করেছেন নাবিলা ইসলাম, প্রিয়াঙ্কা জামান, সাব্বির অর্ণব, মুশফিক ফারহান, আল মনসুর, ফারুক আহমেদ, চাষি আলম, কাজল সুবর্ণসহ অনেকেই।