এবার ১৯ দিনের লড়াই শেষে ২৪ বছরে থেমে গেলেন ঐন্দ্রিলা
দুবার ক্যানসার জয় করে ফেরা কলকাতার ছোট পর্দার অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা মারা গেছেন। এবার ১৯ দিনের লড়াই শেষে মাত্র ২৪ বছর বয়সে হার মানলেন তিনি।
কলকাতার গণমাধ্যম আনন্দবাজার হাসপাতাল সূত্রে জানিয়েছে, আজ দুপুর ১২টা ৫৯ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা।
গত ১ নভেম্বর থেকে হাসপাতালে লড়াই চালিয়ে যাচ্ছিলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। এদিন প্রথমে তাঁর ব্রেইন স্ট্রোক হয়।
‘ঝুমুর’ নামক একটি সিরিয়াল দিয়ে অভিনয় জগতে পা রাখেন ঐন্দ্রিলা। এই সিরিয়ালেই তাঁর বিপরীতে দেখা গিয়েছিল সব্যসাচী চৌধুরীকে।
ঐন্দ্রিলাকে একাধিক জনপ্রিয় সিরিয়ালে দেখা গিয়েছে, এর মধ্যে অন্যতম হল ‘জীবন জ্যোতি’, ‘জিয়ন কাঠি’ ইত্যাদি। এছাড়া তিনি ওটিটি প্ল্যাটফর্মেও বেশ কিছু কাজ করেছেন, যার মধ্যে আছে ‘ভাগাড়’, ‘পাঁচফোড়ন ২’ ইত্যাদি।