এলভিস প্রিসলির ৬০ বছরের রেকর্ড ভাঙলেন জাস্টিন বিবার!

Looks like you've blocked notifications!
মার্কিন পপতারকা জাস্টিন বিবার ও এলভিস প্রিসলি। ছবি : সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের পপতারকা জাস্টিন বিবার নতুন রেকর্ড গড়েছেন। সর্বকনিষ্ঠ সংগীতশিল্পী হিসেবে টানা সাতটি হিট অ্যালবাম উপহার দিয়ে তিনি স্থান করে নিয়ে বিলবোর্ডের হট ২০০-এর তালিকায়।

ভারতীয় সংবাদমাধ্যম ডেকান ক্রনিকলের প্রতিবেদনে জানা যায়, এই অর্জনের মাধ্যমে জাস্টিন পপ কিংবদন্তি এলভিস প্রিসলির রেকর্ড ভেঙেছেন। মাত্র ২৫ বছর বয়সে এমন অনবদ্য স্বীকৃতি পেলেন তিনি।  

এর আগে এই রেকর্ডের অধিকারী ছিলেন প্রিসলি। ১৯৬১ সালে মাত্র ২৬ বছর বয়সে এমন বিরল অর্জন করেন তিনি। নতুন রেকর্ড গড়ে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিবার।

বিবারের সর্বশেষ অ্যালবাম ‘চেঞ্জেস’ এবারের ভালোবাসা দিবসে প্রকাশ্যে আসে। ২০১৫ সালের পরে দীর্ঘ বিরতির পর এই অ্যালবাম নিয়ে আসেন তিনি। মার্কিন সংবাদমাধ্যম ইউএসএ টুডের বরাত দিয়ে এই তথ্য জানানো হয় ভিডিওতে। অ্যালবামটির কপি এই পর্যন্ত দুই লাখ ৩১ হাজারেরও বেশিটি বিক্রি হয়েছে।