এ দাগ কীসের? নেট-জনতা বলছে আদরের!
বলিউড তারকারা সব সময় জনতা ও মিডিয়ার মনোযোগের কেন্দ্রে থাকেন। পাপারাজ্জিরা তক্কে তক্কে থাকেন, কখন তাঁরা বের হবেন ঘর থেকে। অনুরাগীরাও কম যান না, পছন্দের তারকার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পোশাক পর্যন্ত সবকিছুর আপডেট জানতে চান। আর তাই তারকাদের ব্যক্তিগত জীবনও জনতার স্ক্যানারের মধ্যে থাকে। এরপর রসিয়ে রসিয়ে চলে গালগপ্পো।
অল্প সময় বলিউডে এলেও সাইফ আলি খানের কন্যা সারা আলি খান প্রথম থেকেই মনোযোগের কেন্দ্রে রয়েছেন। মাত্র দুটো ছবি করেছেন—‘কেদারনাথ’ ও ‘সিম্বা’। কিন্তু এরই মধ্যে নিজের জায়গা পাকা করে নিয়েছেন। কিছুদিন পরেই মুক্তি পাবে তৃতীয় ছবি, আর তা নিয়ে চলছে নানা জল্পনা। সারা যেখানেই যাচ্ছেন, পিছু নিচ্ছেন পাপারাজ্জিরা। ভক্তরাও নিচ্ছেন পিছু।
ভারতের জনপ্রিয় বিনোদনভিত্তিক পোর্টাল বলিউড বাবল প্রতিবেদনে জানিয়েছে, বিনোদন অঙ্গনে বহুকাল ধরেই ‘লাভ বাইট’ বা ‘আদরের দাগ’ শিরোনাম হয়েছে। যদি কোনো তারকার শরীরে সাধারণ দাগও চোখে পড়ে, ভক্তরা সেটাকে আদরের দাগ বলে চালিয়ে দেন। শোরগোল তোলেন অন্তর্জালে। আর যদি কারো সঙ্গে প্রেমের গুঞ্জন চলে তো কথাই নেই। তাঁর সঙ্গে জড়িয়ে আদরের দাগ আরো বেড়ে যায়!
একই ঘটনা ঘটল হালের আবেদনময়ী সারা আলি খানকে নিয়ে। গত রাতে হলুদ ফুলেল প্রিন্টেড টপ ও হট প্যান্ট পরে পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দি হন এ নায়িকা। এরপর সেই ছবি অন্তর্জালে ছড়িয়ে পড়লে নেটিজেনদের চোখে ধরা পড়ে সারার চিবুকের দাগ। শুরু হয় মন্তব্যের ঝড়। তাঁরা সেই দাগকে ‘আদরের দাগ’ বলে ঘোষণা দেন। শুধু তা-ই নয়, উঠে আসে সারার ‘ক্রাশ’ কার্তিক আরিয়ানের নামও। বি-টাউনে গুঞ্জন, কার্তিকের সঙ্গে গোপনে প্রেম চলছে সারার।
এক ভক্ত লিখেছেন, ‘এটা কি কামড়ের দাগ?’ আরেক ভক্ত লিখেছেন, ‘হুম, মশার কামড়। আর সেই মশার নাম হচ্ছে কার্তিক আরিয়ান।’ এমন নানা মজার মন্তব্যে ভেসে গেছে মন্তব্য-ঘর।
সারা আলি খানকে আগামীতে ‘লাভ আজকাল টু’ ছবিতে দেখা যাবে। এ ছবিতে তাঁকে ‘জো’ এবং কার্তিক আরিয়ানকে ‘বীর’ ও ‘রঘু’ চরিত্রে দেখা যাবে। কয়েক দিন আগে এ ছবির ট্রেইলার মুক্তি পেয়েছে, যা দর্শকের প্রশংসা কুড়িয়েছে। এতে আরো অভিনয় করেছেন রণদীপ হুদা। ইমতিয়াজ আলি পরিচালিত এ ছবির প্রযোজনা করছে দীনেশ বিজনের মাদ্দোক ফিল্মস ও রিলায়েন্স এন্টারটেইনমেন্ট। রোমান্টিক ড্রামাটি মুক্তি পাবে ১৪ ফেব্রুয়ারি।