ওষুধ ও অক্সিজেন কিনতে অক্ষয়ের কোটি টাকা দান
বৈশ্বিক করোনা পরিস্থিতিতে ভারত বর্তমানে খুবই নাজুক অবস্থানে। রাজধানী দিল্লির করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। মহারাষ্ট্রে করোনা পরিস্থিতি তো আরও ভয়াবহ। হাসপাতালগুলোতে করোনা রোগীর উপচেপড়া ভিড়। অক্সিজেন সংকটে মৃত্যুর সংখ্যা বাড়ছেই।
এমন পরিস্থিতে বলিউড সুপারস্টার অক্ষয় কুমার খাদ্য, ওষুধ এবং অক্সিজেন কিনতে এক কোটি রুপি অনুদান দিয়েছেন। ভারতীয় সাবেক ক্রিকেটার ও সংসদ সদস্য গৌতম গম্ভীরের ফাউন্ডেশনে এই অনুদান প্রদান করেছেন বলে এক টুইট বার্তায় নিশ্চিত করেছেন গৌতম।
টুইট বার্তায় গৌতম লিখেছেন, ‘এই অন্ধকারে প্রতিটি সাহায্য প্রত্যাশার রশ্মি হিসেবে আসে। অনেক ধন্যবাদ অক্ষয় কুমার। অভাবীদের জন্য খাদ্য, ওষুধ ও অক্সিজেনের জন্য গৌতম গম্ভীর ফাউন্ডেশনে এক কোটি রুপি দেওয়ার প্রতিশ্রুতির জন্য।’
গত ৪ এপ্রিল করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন বলিউড সুপারস্টার অক্ষয় কুমার। পরে করোনামুক্ত হন। অক্ষয় ‘রাম সেতু’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন। গত ৩০ মার্চ থেকে মুম্বাইয়ে এই ছবির শুটিং শুরু হয়েছিল। ছবিতে অক্ষয়ের সঙ্গে আছেন লাস্যময়ী অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ ও নুসরাত ভারুচা।