ওয়েব সিরিজে ‘অপু ভাই’ : পরিচালক বলছেন, সমালোচনার কিছু নেই
‘সিনিয়র ভার্সেস জুনিয়র’ শিরোনামে একটি ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন ‘বিতর্কিত’ টিকটকার ইয়াসিন আরাফাত অপু (অপু ভাই)। সিরিজটির পরিচালক অনন্য মামুন এই ঘোষণা দেওয়ার পর অন্তর্জালে সমালোচনার ঝড় উঠেছে।
নেটিজেনদের একাংশের ক্ষোভ, ভিউয়ের জন্য টিকটকার বা ভাইরাল হওয়াদের সুযোগ দেওয়ার ফলে ইন্ডাস্ট্রির ক্ষতি হচ্ছে। প্রকৃত মেধাবীরা স্ট্রাগল করে যাচ্ছেন, কিন্তু সুযোগ পাচ্ছেন না।
চলচ্চিত্র ও নাটক সংশ্লিষ্ট একাধিক গ্রুপে এমন সমালোচনায় অংশ নিয়েছেন থিয়েটারকর্মী, উদীয়মান শিল্পী থেকে শুরু করে সাধারণ দর্শক। তবে পরিচালক অনন্য মামুন বলছেন, সমালোচনার কিছু নেই।
আজ রোববার এনটিভি অনলাইনের সঙ্গে এক আলাপচারিতায় অনন্য মামুন বলেন, ‘আমাদের দেশে এমনটা হয়... এটা নিয়ে সমালোচনার কিছু নেই। অপুর চেষ্টাকে স্বাগত জানানো উচিত, ওর পরিবর্তন দেখা উচিত। এর বাইরে আর কিছু বলার নেই।’
পরিচালক অনন্য মামুন জানিয়েছেন, ‘সিনিয়র ভার্সেস জুনিয়র’ ওয়েব সিরিজে একঝাঁক নতুন মুখ অভিনয় করছেন। বাছাই প্রক্রিয়া শেষে ২৪ আগস্ট থেকে তাঁদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করা হবে। সেখানে অংশ নেবেন অপুও। কর্মশালায় শিক্ষক হিসেবে থাকছেন তারিক আনাম খান, জাহিদ হোসেন শোভনসহ আরও একজন।
ইয়াসিন আরাফাত অপু আলোচনায় আসেন রঙিন চুলে ছোট ভিডিও করে। এক ব্যক্তিকে মারধর করার অভিযোগে গত বছরের ৩ আগস্ট পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন অপু। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল ‘গ্যাং কালচার’ তৈরির। সম্প্রতি আদনান আল রাজীব পরিচালিত এক ওয়েব ফিল্মে এক ঝলক দেখা মিলেছিল অপুর।