কথা দাও, তাড়াতাড়ি ঘরে ফিরবে : জন্মদিনে সৃজিতকে মিথিলা
ঘড়ির কাঁটা ১২টা স্পর্শ করতেই ৪৩ বছরে পা রেখেছেন কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি। তারপর থেকেই দুই বাংলার সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে ভাসছেন শুভেচ্ছায়।
তবে যাঁর শুভেচ্ছার জন্য এত অপেক্ষা, সেই রাফিয়াথ রশিদ মিথিলা বিয়ের পর সৃজিতের প্রথম জন্মদিনে ইনস্টাগ্রামে শুভেচ্ছাবার্তায় লিখেছেন, ‘শুভ জন্মদিন, মিস্টার মুখার্জি। আমাদের জীবনে আসার জন্য ধন্যবাদ। সুখী, স্বাস্থ্যবান আর আগের মতোই ড্রামা কিং হয়ে থেকো! আর এই মহামারিকে অভিশাপ, যে জন্মদিনে আমাদের দূরে রেখেছে। কিন্তু কথা দাও, তুমি নিরাপদে থাকবে আর যত তাড়াতাড়ি পারো ঘরে ফিরবে! ভালোবাসা।’
বহু আলোচনা-সমালোচনার পর গত বছরের ৬ ডিসেম্বর সৃজিত মুখার্জির ঘরের বউ হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। তবে বিয়ের পর সেভাবে সংসার করা হয়ে ওঠেনি দুজনের। তাই তো করোনার বাধা মাড়িয়ে ১৫ আগস্ট বিশেষ অনুমতি নিয়ে সড়কপথে শ্বশুরবাড়ি গিয়েছেন মিথিলা। এর আগে মধুচন্দ্রিমা সেরেছেন সুইজারল্যান্ডে। চলতি বছরের ২৯ ফেব্রুয়ারি সেরেছেন বিয়ের আনুষ্ঠানিকতা।