কনসার্টে আহত ভাইরাল ইয়োহানি
বিভিন্ন সামাজিক মাধ্যমে এখনও ঢুঁ মারলে আপনার নজরে পড়বে শ্রীলঙ্কার সংগীতশিল্পী-গীতিকার ইয়োহানির স্নিগ্ধ মুখ আর তাঁর গান ‘ম্যানিকে মাকে হিতে’। ফেসবুক-টিকটকে মিলবে তাঁর এ গান নিয়ে শর্ট ভিডিয়োও। সেই ভাইরাল ইয়োহানি আহত হয়েছেন।
সম্প্রতি ভারতের গুরুগ্রামে ছিল ইয়োহানির প্রথম কনসার্ট। তিনি বর্তমানে নয়াদিল্লিতে রয়েছেন। চোখের নিচে আঘাতের চিহ্নসহ একটি ছবি তিনি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। কনসার্ট চলাকালে দুর্ঘটনাবশত তাঁর চোখের নিচে গিটারের অগ্রভাগ আঘাত হানে।
সামাজিক পাতায় ইয়োহানি লিখেছেন, ‘শো থামবে না! স্টেজ শো করতে গিয়ে একটি দুর্ঘটনা ঘটে। গানে এতটাই মগ্ন ছিলাম যে দুর্ঘটনাবশত গিটারের মাথায় প্রচণ্ড জোরে বাড়ি খাই। মুখে বেশ লেগেছে। আঘাতটা এত গুরুতর, সেটা প্রথমে বুঝতে পারিনি।’
২৮ বছর বয়সী ইয়োহানির জন্ম শ্রীলঙ্কার কলম্বোয়। তাঁর পুরো নাম ইয়োহানি ডিলোকা ডি সিলভা। তবে শুধু ইয়োহানি নামেই পরিচিত শ্রীলঙ্কায়। সংগীতে তাঁর যাত্রা ইউটিউবার হিসেবে। ইউটিউবে তাঁর সাবস্ক্রাইবার ২.৭১ মিলিয়ন। বুঝতেই পারছেন, কী জনপ্রিয় তিনি। তাঁকে শ্রীলঙ্কার ‘র্যাপ প্রিন্সেস’ বলা হয়।
ইয়োহানি সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন ‘ম্যানিকে মাকে হিতে’ গান দিয়ে। বাংলাদেশেও গানটি বেশ সাড়া ফেলেছে। তাঁর কণ্ঠের প্রশংসায় অসংখ্য দর্শক। সুর বিশ্বজনীন আর ভাষা যে এ ক্ষেত্রে কোনও বাধা নয়, তা আরেক বার প্রমাণ করেছেন ইয়োহানি।
ইনস্টাগ্রাম ও ফেসবুকেও বাড়ছে ইয়োহানির অনুসরণকারীর সংখ্যা। শুধু সংগীতই নয়, মডেলিংও করেন ইয়োহানি।