করোনাজয়ীদের প্রতি রক্তদানের আহ্বান আমির-শহিদের
অদৃশ্য এক শত্রুর বিরুদ্ধে লড়ছে গোটা বিশ্ব। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া কোভিড-১৯ নামের করোনাভাইরাসের কবল থেকে সুস্থ হয়ে এরই মধ্যে বাড়ি ফিরেছেন অনেকেই। অজয় দেবগন ও হৃতিক রোশনের পর সুস্থ হয়ে বাড়ি ফেরা ব্যক্তিদের প্রতি এবার মানবিক অনুরোধ রাখলেন বলিউড সুপারস্টার আমির খান ও শহিদ কাপুর।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, করোনাভাইরাসকে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফেরা ব্যক্তিদের প্রতি অন্য রোগীদের রক্তদানের আহ্বান জানিয়েছেন আমির ও শাহিদ। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দুজনই ভারতের ব্রিহানমুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশনের (বিএমসি) পোস্টার শেয়ার করেছেন।
‘যেসব রোগী কোভিড-১৯ থেকে সুস্থ হয়েছেন, তাঁদের শরীরে ভাইরাসবিরোধী উপাদান রয়েছে। গুরুতর কোভিড-১৯ আক্রান্ত রোগীদের বাঁচাতে তাঁরা তাঁদের রক্ত ও প্লাজমা দান করতে পারেন। সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার চার সপ্তাহ পরে তাঁরা প্লাজমা দান করতে পারেন। সোয়াব পরীক্ষায় নেগেটিভ ফলাফল এলে এর আগেও তাঁরা দান করতে পারেন,’ লেখা রয়েছে ওই পোস্টারে।
এর আগে টুইটারে অজয় দেবগন লেখেন, ‘আপনি যদি কোভিড-১৯ থেকে সুস্থ হন, তাহলে আপনি একজন করোনাযোদ্ধা। অদৃশ্য এই শক্তি থেকে বাঁচতে আমাদের এ রকম যোদ্ধা দরকার। ভাইরাসকে মেরে ফেলতে আপনার রক্তে এমন বুলেট রয়েছে। দয়া করে রক্ত দান করুন। এতে অন্যরা, বিশেষত গুরুতর রোগীরা সেরে উঠবেন। এখনই নিবন্ধন করুন।’ গতকাল রোববার (১৯ এপ্রিল) করা ওই পোস্টের সঙ্গে তিনি বিএমসি ও ভারতের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর দপ্তরকে ট্যাগ করেন।
একই আহ্বান জানিয়েছেন হৃতিক রোশনও। ‘মুম্বাইয়ের কস্তুরবা হাসপাতাল একটি লক্ষ্য নিয়ে এগোচ্ছে, যেখানে করোনাভাইরাস থেকে সেরে উঠতে সবার সহযোগিতা দরকার। আপনি করোনাভাইরাস পজিটিভ হওয়ার পরে যদি ১৪ দিন অতিক্রান্ত হয় এবং এরপর যদি শেষ পরীক্ষায় নেগেটিভ ফলাফল আসে, তাহলে আপনার রক্তের সেল ওই ভাইরাসকে মেরে ফেলতে পারে। আপনি যদি রক্ত দান করেন, তাহলে অন্যরাও সেরে উঠতে পারবে; বিশেষত যারা গুরুতর অবস্থায় আছেন। দয়া করে রক্তদানের জন্য নিবন্ধন করুন ও জীবন বাঁচান।’
মহামারি করোনাভাইরাসের প্রকোপ থেকে বাঁচতে বলিউড তারকারা মানুষকে ঘরে থাকার আহ্বান জানাচ্ছেন। সাধ্যমতো অনুদান দিয়ে যাচ্ছেন দরিদ্র মানুষকে।