করোনার প্রভাব বক্স অফিসে, ১ দিনে আয় ১৭ কোটি
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/03/07/baaghi-box-pic.jpg)
করোনাভাইরাসের প্রভাব পড়েছে বক্স অফিসে। সাধারণত অ্যাকশন ড্রামা বক্স অফিসে ভালো আয় করে। তা ছাড়া টাইগার শ্রফের ‘বাঘি’ সিরিজ তুমুল জনপ্রিয়। তবু মুক্তির দিন ‘বাঘি থ্রি’ প্রত্যাশা থেকে কম আয় করেছে।
ইন্ডিয়া টিভির অনলাইন সংস্করণ প্রতিবেদনে জানিয়েছে, গতকাল শুক্রবার (৬ মার্চ) মুক্তি পায় টাইগার শ্রফ ও শ্রদ্ধা কাপুর অভিনীত ‘বাঘি থ্রি’। বিশ্লেষকেরা আশা করেছিলেন, প্রথম দিন ২২ থেকে ২৫ কোটি রুপি সংগ্রহ করবে। বাস্তবে তা হয়নি।
বক্স অফিস ইন্ডিয়ার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম দিন ১৭ থেকে ১৮ কোটি রুপি আয় করেছে ‘বাঘি থ্রি’। প্রত্যাশামতো উত্তর প্রদেশ, বিহার, গুজরাট ও অন্যান্য এলাকায় ভালো ব্যবসা করেছে ছবিটি। এ বছর ‘তানহাজি : দ্য আনসাং ওয়ারিয়র’-এর পর ‘বাঘি থ্রি’ মুক্তির দিন সর্বোচ্চ আয় করা সিনেমা। তবে ‘বাঘি থ্রি’র নির্মাণব্যয়ের কথা ধরলে এ আয় কিছুই না।
২০১৬ সালে মুক্তি পেয়েছিল টাইগার শ্রফের ‘বাঘি টু’। মুক্তির দিন এ ছবি সংগ্রহ করেছিল ২৫.১০ কোটি রুপি। আর সব মিলিয়ে এ ছবি সংগ্রহ করেছিল ১৬০ কোটি রুপি। সে অনুযায়ী, ‘বাঘি থ্রি’-কে সম্মানজনক সংখ্যায় পৌঁছাতে হলে কমপক্ষে ১৫০ কোটি রুপি আয় করতে হবে।
‘বাঘি থ্রি’র ব্যবসা কমেছে করোনাভাইরাসের আতঙ্কের কারণে। এ ভাইরাস-আতঙ্কে প্রায় ১০ শতাংশ আয় কমেছে।
আহমেদ খান পরিচালিত ‘বাঘি থ্রি’-তে টাইগার-শ্রদ্ধা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অঙ্কিতা লোখান্ডে, জয়দীপ আলাওয়াত ও বিজয় ভার্মা।