করোনায় আক্রান্ত নাট্যনির্মাতা, কোয়ারেন্টিনে পরিবার
করোনাভাইরাসের প্রকোপ বিশ্বব্যাপী। নিজেকে বাঁচাতে ঘরবন্দি মানুষ। সামাজিক দূরত্ব বজায় রেখে চলছেন সবাই। জনসমাগম এড়াতে গত মাসের মাঝামাঝি থেকে বন্ধ রয়েছে বিনোদন কেন্দ্রগুলো। শুটিংও বন্ধ। তবে এরই মাঝে দুঃসংবাদ এলো। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এক নাট্যনির্মাতা।
ওই নির্মাতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর পরিবারের সদস্যদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
গতকাল দিবাগত রাতে নিজের ফেসবুক হ্যান্ডেলে বিষয়টি জানান টেলিভিশন নাট্যপরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এস এ হক অলিক।
ফেসবুকে অলিক লিখেন, ‘প্রিয় নির্মাতা, খুবই দুঃখের সাথে জানাচ্ছি, আমাদের একজন সম্মানিত সদস্য সহকর্মী সহযোদ্ধা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ তা নিশ্চিত হওয়া গেছে। নির্মাতা বন্ধুকে কিছুক্ষণ আগে ডিরেক্টরস গিল্ডের তত্ত্বাবধানে হাসপাতালে ভর্তি করা হয়েছে।হাসপাতালের নিজস্ব ব্যবস্থাপনায় তার পরিবারের সদস্যদেরও কোয়ারেন্টিনে রাখা হচ্ছে। পরিবারের সদস্যদের আগামীকাল (আজ) করোনা টেস্ট করার ব্যবস্থা করা হয়েছে। নির্মাতা বন্ধুর দ্রুত সুস্থতা কামনা করছি। আপনারা সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।’
এ সম্পর্কে জানতে চাইলে আজ শনিবার দুপুরে এনটিভি অনলাইনকে অলিক বলেন, ‘গত রাতেই আমরা ওই নির্মাতাকে উত্তরার একটি হাসপাতালে ভর্তি করেছি। বর্তমাসে তিনি চিকিৎসাধীন। তাঁর পরিবারকেও কোয়ারেন্টিনে রাখা হয়েছে। পরিবারের কেউ আক্রান্ত হয়েছেন কি না, সেটি আজ পরীক্ষা করা হবে।’
অলিক আরো বলেন, ‘ডাক্তার বলেছেন, নিয়ম মেনে যাঁরা চলেছেন, তাঁরা দ্রুতই সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। আমরাও আশা করি, আমাদের সহকর্মী খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাসায় ফিরবেন, আপনারা সবাই দোয়া করবেন।’
বিশ্বব্যাপী যখন করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি বাড়ছিল, ঠিক তখনই মার্চ মাসের মাঝামাঝিতে রাষ্ট্রীয় ঘোষণায় স্কুল-কলেজ বন্ধ করা হয়। বন্ধ হয় সিনেমা হল। নাটকের শুটিং। করোনা থেকে মানুষকে বাঁচাতে সব ধরনের টিভি নাটকের শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত দেয় ডিরেক্টস গিল্ড।