করোনায় আক্রান্ত সংগীতশিল্পী সেলিম চৌধুরী

Looks like you've blocked notifications!

অসুস্থতা নিয়ে সিলেটের দক্ষিণ সুরমার নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন সংগীতশিল্পী সেলিম চৌধুরী। হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী এনটিভি অনলাইনকে জানিয়েছেন, সেলিম চৌধুরী করোনায় আক্রান্ত হয়েছেন।

ডা. শাহরিয়ার চৌধুরী বলেন, ‘সেলিম চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। করোনায় আক্রান্ত হলেও দুচিন্তার কিছু নেই। ইনশা আল্লাহ দ্রুত তিনি সুস্থ হয়ে বাড়িয়ে ফিরবেন।’

জানা যায়, ১০ দিন ধরে জ্বরে ভুগছিলেন সেলিম চৌধুরী। তবে শুরুতে সাধারণ জ্বর ভেবে বিষয়টি পাত্তা দেননি তিনি। রোববার করোনা পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে, সোমবার তিনি হাসপাতালে ভর্তি হন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ১৯৮৯ সালে ‘কবিতার মতো চোখ যে তোমার’ শিরোনামের প্রথম অ্যালবাম প্রকাশ করেন সেলিম চৌধুরী।

মৌলভীবাজারের শমসের নগরে সাংস্কৃতিক পরিবারে জন্ম নেওয়া সেলিম সংগীত ক্যারিয়ারজুড়ে রাধারমণ দত্ত, হাসন রাজা, শাহ আবদুল করিমের গান গেয়ে শ্রোতাদের মনে জায়গা পেয়েছেন।

১৯৯৪ সালের দিকে হুমায়ূন আহমেদের একটি নাটকে রাধারমণ দত্তের ‘আইজ পাশা খেলব রে শ্যাম’ গান গেয়ে দর্শকের মাঝে সাড়া ফেলে দেন তিনি। এরপর আর পেছনে তাকাতে হয়নি। হুমায়ূন আহমেদের ‘দুই দুয়ারী’, ‘চন্দ্রকথা’, ‘শ্যামল ছায়া’ চলচ্চিত্রের গানে কণ্ঠ দেন তিনি।