করোনায় আক্রান্ত হেলাল খানের বাবা, ভাই ও তাঁর স্ত্রী

Looks like you've blocked notifications!

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেনহাসন রাজাখ্যাত চিত্রনায়ক হেলাল খানের বাবা। বর্তমানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন

হেলাল খানের ছোট ভাই এবং ছোট ভাইয়ের স্ত্রীও করোনাভাইরাসে আক্রান্ত, তবে তাঁরা এখন সুস্থ হওয়ার পথে। নিজের ফেসবুক হ্যান্ডেলে এমনটিই জানিয়েছেন হেলাল

সম্প্রতি চিত্রনায়ক এক স্ট্যাটাসে লেখেন, ‘আমার বাবা মৌলানা আব্দুন নুর খান করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের একটা হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন আছেন এবং আমার ছোট ভাই মাহবুব খান তার স্ত্রী নাসরিন মুন্নি অসুস্থ, তবে তারা দুজন অনেকটা সুস্থতার পথে, সবার কাছে আমার পরিবারের অসুস্থ সবার জন্য মহান আল্লাহর দরবারে দোয়ার দরখাস্ত রইল। মহান আল্লাহতালা আমাদের সকলের সহায় হউন। রাব্বুল আল্আমীন-এর কাছে দোয়া করি সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ।

হেলাল খানও বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখানে তাঁর বাবার দেখাশোনা করছেন বলেও জানান তিনি

অভিনেতা প্রযোজক হেলাল খান।প্রিয় তুমিচলচ্চিত্রে অভিনয়ের মধ্যেমে ১৯৯৫ সালে তাঁর ঢালিউডে যাত্রা শুরু। পর্যন্ত ৫০টির বেশি ছবিতে কাজ করেছেন। হেলাল ২০০২ ২০০৩ সালে দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন

তবে দীর্ঘদিন ধরে হেলাল খান অভিনয় থেকে দূরে রয়েছেন।জুয়াড়ি’, ‘বাজিগর’, ‘সাগরিকা’, ‘আশা আমার আশা’, ‘হাছন রাজা’, ‘মমতাজ’, ‘গুরু ভাই’, ‘কুখ্যাত খুনিসহ বেশ কিছু আলোচিত সিনেমায় অভিনয় করেছেন তিনি।জুয়াড়িচলচ্চিত্রে খলনায়কের চরিত্রে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন