করোনায় মারা গেলেন সংগীত প্রযোজক সেলিম খান
দেশের ঐতিহ্যবাহী ও অন্যতম শীর্ষ অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সংগীতার কর্ণধার সেলিম খান (৫৫) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার সকাল ৭টায় রাজধানীর ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এনটিভি অনলাইনকে এসব তথ্য নিশ্চিত করেছেন সংগীতার সিইও এবং সেলিম খানের ছোট ভাই রবিন ইমরান। তিনি বলেন, ‘করোনায় আক্রান্ত হলে ভাইয়াকে ৪ ডিসেম্বর ইমপালস হাসপাতালে ভর্তি করা হয়। তারপর অবস্থার অবনতি হলে ৯ ডিসেম্বর লাইফ সাপোর্টে রাখা হয়। কিন্তু ভাইয়াকে বাঁচানো গেল না। দেশবাসীকে বলবেন, ভাইয়ার জন্য একটু দোয়া করতে।’
এদিকে সকাল সাড়ে ১০টার দিকে এনটিভি অনলাইনকে সংগীত প্রযোজকদের সংগঠন এমআইবির মহাসচিব ও সিএমভির কর্ণধার এস কে সাহেদ আলী পাপ্পু বলেন, ‘আজ বাদ আসর রাজধানীর লক্ষ্মীবাজারে সেলিম খানের বাসভবনের সামনে জানাজা শেষে জুরাইন গোরস্থানে দাফন করা হবে।’
জানা গেছে, চার দশক থেকে সংগীত প্রযোজনা করে আসছে সংগীতা। আশি দশকে সেলিম খানের হাত ধরে প্রযোজনা প্রতিষ্ঠানটি গড়ে ওঠে।