করোনা থেকে সুস্থদের রক্তদানের আহ্বান অজয়-হৃতিকের
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকেই জনসচেতনতা তৈরির পাশাপাশি নানা কাজ করে যাচ্ছেন বলিউড তারকারা। এবার বলিউড সুপারস্টার হৃতিক রোশন ও অজয় দেবগন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হওয়া মানুষকে রক্তদানের আহ্বান জানালেন।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, নিজেদের মতামত প্রকাশ্যে এনে দুই তারকাই সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেন।
অজয় লেখেন, ‘আপনি যদি কোভিড-১৯ থেকে সুস্থ হন, তাহলে আপনি একজন করোনাযোদ্ধা। অদৃশ্য এই শক্তি থেকে বাঁচতে আমাদের এ রকম যোদ্ধা দরকার। ভাইরাসকে মেরে ফেলতে আপনার রক্তে এমন বুলেট রয়েছে। দয়া করে রক্ত দান করুন। এতে অন্যরা, বিশেষত গুরুতর রোগীরা সেরে উঠবেন। এখনই নিবন্ধন করুন।’ গতকাল রোববার (১৯ এপ্রিল) করা ওই পোস্টের সঙ্গে তিনি বিএমসি ও ভারতের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর দপ্তরকে ট্যাগ করেন।
একই আহ্বান জানিয়েছেন হৃতিক রোশনও। ‘মুম্বাইয়ের কস্তুরবা হাসপাতাল একটি লক্ষ্য নিয়ে এগোচ্ছে, যেখানে করোনাভাইরাস থেকে সেরে উঠতে সবার সহযোগিতা দরকার। আপনি করোনাভাইরাস পজিটিভ হওয়ার পর যদি ১৪ দিন অতিক্রান্ত হয় এবং এরপর যদি শেষ পরীক্ষায় নেগেটিভ ফলাফল আসে, তাহলে আপনার রক্তের সেল ওই ভাইরাসকে মেরে ফেলতে পারে। আপনি যদি রক্ত দান করেন, তাহলে অন্যরাও সেরে উঠতে পারবে; বিশেষত যারা গুরুতর অবস্থায় আছেন। দয়া করে রক্তদানের জন্য নিবন্ধন করুন ও জীবন বাঁচান।’
পোস্টে সংশ্লিষ্ট ব্যক্তিদের মেইল ঠিকানা ও ফোন নম্বরও উল্লেখ করেন হৃতিক। কেবল আহ্বানেই শেষ নয়, এরই মধ্যে করোনা মোকাবিলায় যাঁর যাঁর অবস্থান থেকে এগিয়ে এসেছেন অজয় ও হৃতিক। চলচ্চিত্র কর্মীদের সাহাযার্থে ৫১ লাখ রুপি অনুদান দিয়েছেন অজয়। অন্যদিকে শ্রমিকদের উন্নতমানের মাস্ক সরবরাহ করেছেন হৃতিক, দুস্থদের খাবারও সরবরাহ করছেন।