করোনা : নিজের বাড়িকে হাসপাতালে রূপ দিচ্ছেন কমল হাসান
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে ভুগছে সারা বিশ্ব। একের পর এক মৃত্যু আর আক্রান্তের খবর জানান দিচ্ছে, সময় অনুকূলে নেই কারো জন্যই। প্রতিকূল এ পরিস্থিতিতে মানুষের পাশে এসে মানুষ বাড়িয়ে দিচ্ছে সহমর্মিতার হাত। আর এবার তেমনই এক নজির গড়তে যাচ্ছেন ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা, রাজনীতিবিদ কমল হাসান।
ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের প্রতিবেদনে জানা যায়, করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় নিজের বাড়িকে প্রাথমিকভাবে অস্থায়ী হাসপাতালে পরিণত করতে চাচ্ছেন কমল। সম্প্রতি এই ইচ্ছের কথা প্রকাশ করেছেন তিনি।
প্রতিবেদনে আরো বলা হয়, কমল হাসান মাক্কাল নিধি মায়াম (এমএনএম) নামে একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা। সম্প্রতি তিনি তাঁর দলের সহকর্মীদের সঙ্গে আলাপচারিতায় হাসপাতাল প্রতিষ্ঠার ইচ্ছে ব্যক্ত করেছেন। তবে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে এ বিষয়ে অনুমতি পাওয়া যায়নি। অনুমতি পাওয়া গেলেই কমল হাসানের বাড়িকে হাসপাতালে পরিণত করা হতে পারে বলে আভাস পাওয়া গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক পোস্টের মাধ্যমেও নিজের ইচ্ছের কথা ভক্ত-অনুরাগীদের জানিয়েছেন কমল। নিজের অফিশিয়াল অ্যাকাউন্টে গত বুধবার ওই পোস্ট করেন তিনি।
সম্প্রতি ‘ইন্ডিয়ান টু’র শুটিং সেটে দুর্ঘটনার জেরে বিপাকে পড়েন কমল হাসান, কাজল আগরওয়ালরা। ওই দুর্ঘটনায় মৃত ও আহতদের পরিবারকে সাহায্যের আশ্বাস দিয়ে এগিয়ে আসেন দক্ষিণের অভিনেতা কমল।