করোনা মোকাবিলায় ১ কোটি রুপি দিলেন দেব

Looks like you've blocked notifications!
টালিউডের জনপ্রিয় অভিনেতা ও সাংসদ দেব। ছবি : সংগৃহীত

করোনাভাইরাস মোকাবিলায় এবার সহায়তার হাত বাড়ালেন টালিউডের জনপ্রিয় অভিনেতা ও সাংসদ দেব। নিজের আসন ঘাটালের জনসাধারণের জন্য এক কোটি রুপি অর্থসহায়তা দিয়েছেন তিনি। সাংসদ তহবিল থেকে ওই অর্থ দেন দেব।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের প্রতিবেদনে জানা যায়, গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের অফিশিয়াল পেজে একটি ভিডিও পোস্ট করা হয়। এতে জানানো হয়, ‘নভেল করোনাভাইরাস বাঁচাতে সাধারণ মানুষের সুবিধার্থে ঘাটালের হাসপাতালগুলোতে কোয়ারেন্টিন সেন্টার বা আইসোলেশন ওয়ার্ড নির্মাণের জন্য, পর্যাপ্ত চিকিৎসার জন্য ও করোনাভাইরাস প্রতিরোধে প্রয়োজনীয় সামগ্রী ক্রয়ের জন্য সাংসদ তহবিল থেকে এক কোটি রুপি প্রদান করলেন ঘাটালের মাননীয় সাংসদ শ্রী দীপক অধিকারী (দেব)।’

ওই ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরে অনেকেই সাংসদ-অভিনেতা দেবের প্রশংসা করেছেন। প্রসঙ্গত, এই মুহূর্তে করোনার প্রকোপ ঠেকাতে সবাইকে ঘরে থাকতে বলছেন অনেক তারকাই। দেব নিজেও এই মুহূর্তে স্বেচ্ছায় কোয়ারেন্টিনে রয়েছেন।

গোলন্দাজ ছবির শুটিংয়ের সময় পায়ে আঘাত পেয়েছিলেন দেব সেটিও সারিয়ে তুলতে চিকিৎসা চলছে তাঁর করোনা সম্পর্কে সবাইকে সচেতন করতে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের ব্যানারে হবুচন্দ্র রাজা, গবুচন্দ্র মন্ত্রী শিরোনামে একটি অ্যানিমেশন ভিডিও এরই মধ্যে বেশ সাড়া ফেলেছে