করোনা মোকাবিলায় ৩ কোটি রুপি দিচ্ছেন রাঘব

Looks like you've blocked notifications!
অভিনেতা-নির্মাতা রাঘব লরেন্স। ছবি : সংগৃহীত

সুখবর দিলেন ভারতীয় অভিনেতা-নির্মাতা রাঘব লরেন্স। বৈশ্বিক মহামারি করোনাভাইরাস মোকাবিলায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। জানিয়েছেন, ত্রাণ তহবিলে তিন কোটি রুপি অনুদান দিচ্ছেন।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, ‘লক্ষ্মী বোম্ব’ ছবির মাধ্যমে বলিউডে পরিচালক হিসেবে অভিষেক হতে যাচ্ছে রাঘব লরেন্সের। গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক পোস্টের মাধ্যমে তিনি জানান, করোনাভাইরাস মোকাবিলায় তিন কোটি রুপি দেওয়ার অঙ্গীকার করছেন। এ ছাড়া ‘চন্দ্রমুখী টু’ ছবিতে তাঁর অংশগ্রহণ থাকবে বলেও নিশ্চিত করেছেন।

তবে ‘চন্দ্রমুখী টু’ ছবিতে রজনীকান্তকে দেখা যাবে না বলে গুঞ্জন রয়েছে। এতে লরেন্সকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। যদিও অন্যান্য অভিনেতা-অভিনেত্রীর নাম এখনো চূড়ান্ত হয়নি। বলিউড সুপারস্টার অক্ষয় কুমার ও কিয়ারা আদভানি অভিনীত ‘লক্ষ্মী বোম্ব’ ছবির মুক্তির পরেই এই ছবির কাজ শুরু হবে।

‘লক্ষ্মী বোম্ব’ সুপারহিট তামিল হরর ‘কাঞ্চনা’র সিক্যুয়েল, যেটি পরিচালনা করেছিলেন লরেন্স। অভিনয়ও করেছিলেন।