কর্ণিয়ার গানে ‘মাসুদ রানা’
‘পানি পানি’ শিরোনামে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন জাকিয়া সুলতানা কর্ণিয়া। রোহান বেলালের কোরিওগ্রাফিতে শতাধিক সহশিল্পী নিয়ে এই ড্যান্স আইটেম শুট করা হয়েছে। ভিডিওটি নির্মাণ করলেন ‘দেশা—দ্য লিডার’ নির্মাতা সৈকত নাসির এবং তাঁর ভিজ্যুয়ালাইজার ওয়ার্কশপ টিম।
নির্মাতা জানান, গানটিতে নেচেছেন মুক্তি প্রতীক্ষিত ‘মাসুদ রানা’র নায়ক রাসেল রানা ও নবাগত সোনিয়া খান। চৌধুরী এস হাসানের লেখায় গানটির সুর ও সংগীত করেছেন নাভেদ পারভেজ। দুই ধাপে কক্সবাজারে গানটির দৃশ্যধারণ হওয়ার পর ৬ এপ্রিল এফডিসিতে হয় এটির শেষ ধাপের কাজ।
সৈকত নাসির বলেন, ‘মেগা বাজেটের কাজ এটি। তাই ঢাকা, কক্সবাজারসহ বিভিন্ন লোকেশনে শুটিং করেছি। আয়োজনের কমতি রাখতে চাইনি। বড় আয়োজনে গানটির নান্দনিক দৃশ্যায়ন ও স্টাইলিং সবার ভালো লাগবে।’
গানটি নোনা এন্টারটেইনমেন্ট চ্যানেলে উন্মুক্ত হচ্ছে এই ঈদে।