‘কাঠবিড়ালী’র তৃতীয় সপ্তাহ
‘কাঠবিড়ালী’ চলচ্চিত্রটি মুক্তি পায় গত ১৭ জানুয়ারি। মুক্তির পর থেকেই প্রশংসিত হচ্ছে চলচ্চিত্রটি। সাধারণ সিনেমা হলের চেয়ে সিনেপ্লেক্সগুলোতে দর্শক টানছে নিয়ামুল মুক্তা পরিচালিত এ সিনেমা। এতে ছোটপর্দার অভিনেত্রী স্পর্শিয়ার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন আসাদুজ্জামান আবীর।
মুক্তির পর তৃতীয় সপ্তাহেও প্রেক্ষাগৃহে ‘কাঠবিড়ালী’ সিনেমা প্রদর্শিত হবে। এর মধ্য দিয়ে যমুনা ব্লকবাস্টার, স্টার সিনেপ্লেক্স ও বসুন্ধরায় টানা তৃতীয় সপ্তাহে গড়াচ্ছে সিনেমাটি। অন্যদিকে দ্বিতীয় সপ্তাহ থেকে বলাকা ও সুগন্ধা হলে প্রদর্শিত হচ্ছে এটি। এসব হলে তৃতীয় সপ্তাহেও প্রদর্শিত হবে এই ছবি। এ ছাড়া দেশের বিভিন্ন হলে নতুন করে প্রদর্শিত হবে ‘কাঠবিড়ালী’।
স্টার সিনেপ্লেক্সের ব্যবস্থাপক মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘মুক্তি পাওয়ার পর থেকেই ছবির গল্প ও নির্মাণশৈলী দর্শক পছন্দ করছেন। যে কারণে আমরা সিনেমা হলের সংখ্যা বাড়িয়েছি। গল্পনির্ভর এই চলচ্চিত্র চলতি সপ্তাহেও আমরা প্রচার করব। যাঁরা নিয়মিত চলচ্চিত্র দেখেন, তাঁরা ছবিটি দেখছেন।’
স্পর্শিয়া-আবীর ছাড়াও ছবিতে অভিনয় করেছেন সাঈদ জামান, শাহরিয়ার ফেরদৌস, শিল্পী সরকার, হিন্দোল রায়, এ কে আজাদ ও তানজিনা রহমান। ছবির চিত্রনাট্য রচনা করেছেন তাসনিমুল তাজ।
২০১৭ সালের মার্চে পাবনার ভাঙ্গুড়া উপজেলার গজারমারা গ্রামে পরিচালক মুক্তার বাড়িতে সিনেমাটির শুটিং শুরু হয়।