কার্ড ছাপিয়ে আমাকে পাঠালেও অবাক হব না : সৃজিত

Looks like you've blocked notifications!

তবে কি সত্যিই কলকাতার পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে বিয়ে করতে চলেছেন বাংলাদেশের মডেল-অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা? দুই বাংলার গণমাধ্যমগুলোতে তাঁদের বিয়ে নিয়ে প্রকাশ হচ্ছে নানা গুঞ্জনের খবর। কেউ বলছে ডিসেম্বরে বিয়ে, কেউ বলছে নতুন বছরে। আবার কেউ বছরের মাঝামাঝিতেও নিয়ে যাচ্ছে। এ নিয়ে বিনোদন অঙ্গনে চলছে নানা জল্পনা।

সম্প্রতি টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালের ফেব্রুয়ারিতে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সৃজিত-মিথিলা। বিয়ের সম্ভাব্য তারিখ ২২ ফেব্রুয়ারি। এ খবর সত্য হলে নতুন জীবন শুরু করতে খুব বেশিদিন নেই এ যুগলের।

চলতি সপ্তাহে গুঞ্জন ছড়িয়েছিল, মিথিলার পরিবারের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে বাংলাদেশে এসেছেন সৃজিত। ঢাকা আর্মি স্টেডিয়ামে সদ্য সমাপ্ত লোকসংগীত উৎসবে এ যুগলকে একসঙ্গে দেখা গেছে। এই দেখা গুঞ্জনের আগুনে আরো ঘি ঢেলেছে।

তবে আজ (২০ নভেম্বর) বুধবার আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণের প্রতিবেদন অনুযায়ী, বিয়ের তারিখ নিয়ে রহস্য জিইয়ে রেখেছেন নির্মাতা সৃজিত। ওই দৈনিককে তিনি বলেছেন, ‘আগে ভেন্যু ঠিক হোক, তার পর বিয়ে।’

বিয়ের খবর মেনে নিয়েছেন সৃজিত। তবে ঠিক কবে, সে সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বলেননি। উল্টো মজা করে দৈনিকটিকে বলেছেন, ‘কোথাও এখনো বিয়ের দিন নির্দিষ্ট করে বলিনি। কিন্তু অনেক জায়গাতেই তা আপনা আপনি লেখা হয়ে যাচ্ছে। এর পর যদি আমার বিয়ের কার্ড ছাপিয়ে আমাকেই পাঠিয়ে দেওয়া হয় তা হলেও আমি অবাক হব না।’ তবে শীতকালেই না কি বিয়ের ইচ্ছে সৃজিতের।

গত সেপ্টেম্বরের শেষের দিকে এনটিভি অনলাইনের ফটোশুটে অংশ নেন মিথিলা। সে সময় তিনি বলেছিলেন, ব্যক্তিগত জীবনকে তিনি ব্যক্তিগতই রাখতে চান। সৃজিতের সঙ্গে কি সত্যিই প্রেম রয়েছে, ভক্তরা জানতে আগ্রহী—ফের এমনটা জানানো হলে সংগীতশিল্পী-অভিনেতা তাহসানের সাবেক স্ত্রী মিথিলা বলেন, ‘আমার পরিষ্কার ভাষায় বলার মতো কিছু নেই। আর আমি সত্যিই আমার ব্যক্তিগত জীবন এখানে আলোচনা করতে চাই না।’

তবে নতুন করে নিজের একান্ত ঘর সাজানোর সুযোগ হলে কী করবেন, এমন প্রশ্নের জবাবে মিথিলা বলেন, ‘আমি খুব কম আসবাবপত্র পছন্দ করি। কিন্তু অবশ্যই একটি বইয়ের তাক থাকবে এবং অনেক অনেক বই থাকবে।’