কাল এনটিভিতে শাকিব-শুভশ্রীর ‘নবাব’
যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্র ‘নবাব’। ছবিতে সুপারস্টার শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। জয়দীপ মুখার্জি পরিচালিত এ ছবি আগামীকাল দুপুর ২টা ৩০ মিনিটে দেখা যাবে এনটিভিতে। প্রথমবারের মতো ছবিটি কোনো টিভি চ্যানেলে দেখানো হচ্ছে বলে জানিয়েছেন ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সিইও আলিমুল্লাহ খোকন।
বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও পশ্চিমবঙ্গের এস কে মুভিজের যৌথ প্রযোজনায় নির্মিত ছবি ‘নবাব’। ছবিটি ২০১৭ সালের ২৬ জুন পবিত্র ঈদুল ফিতরে বাংলাদেশের ১২৮টি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়েছিল। মুক্তির পর ব্যাপক সাড়া ফেলে ‘নবাব’।
এ প্রসঙ্গে খোকন বলেন, “আমরা সব সময় চলচ্চিত্র নির্মাণ করি সিনেমা হলের জন্য। বিশেষ দিনে কিছু কিছু ছবি আমরা টিভি চ্যানেলে প্রিমিয়ার করেছি। তবে ‘নবাব’ চলচ্চিত্রটি প্রথমবারের মতো ওয়ার্ল্ড প্রিমিয়ার হচ্ছে। টিভিতে প্রথমবার দর্শক ছবিটি দেখতে পাবেন। ছবিটি প্রচারের জন্য এনটিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ।”
কেন এর আগে টিভিতে প্রচার হয়নি—জানতে চাইলে খোকন বলেন, “আসলে অনেক টিভি চ্যানেল এ চলচ্চিত্র প্রচার করতে চেয়েছিল। তবে আমরা চেয়েছিলাম দেশের শীর্ষ কোনো টিভি চ্যানেলে ছবির প্রিমিয়ার হোক। এনটিভি আগ্রহ প্রকাশ করার পর আমাদের মনে হয়েছে ‘নবাব’ ছবির জন্য উপযুক্ত জায়গা পাওয়া গেছে।”
ছবিতে শাকিব খান ও শুভশ্রী গাঙ্গুলি ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রজতাভ দত্ত, অমিত হাসান, সব্যসাচী চক্রবর্তী, খারাজ প্রমুখ।