কাল শুটিংয়ে যাচ্ছে তৌকীরের ‘স্ফুলিঙ্গ’, মুক্তি মার্চে

অন্য সব সন্ধ্যার চেয়ে গতকালের সন্ধ্যাটা একটু আলাদা। বেশ শীত জেঁকে বসেছে ঢাকায়। আর এই শীতের মাঝে গন্তব্য রাজধানীর বনানী ক্লাব। কারণ, দেশের আলোচিত নির্মাতা তৌকীর আহমেদ তাঁর নতুন সিনেমার ঘোষণা দেবেন।
যদিও এনটিভি অনলাইনের পাঠকেরা ৫ ডিসেম্বরই জেনে গেছেন তৌকীর আহমেদের এই সিনেমার নায়িকা হতে যাচ্ছেন জাকিয়া বারী মম ও পরী মণি। তবে সেদিন সিনেমার নাম জানানো সম্ভব হয়নি, কারণ নামটা তখনো ঠিক হয়নি।
সন্ধ্যা নামার কিছু সময় পর বনানী ক্লাবের লিফট বেয়ে ওপরে উঠেই জানা গেল সেই নাম। ‘স্ফুলিঙ্গ’ শিরোনামের নতুন সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া পরিচালক। অনুষ্ঠানস্থলে হাজির হওয়ার কিছু সময় পরই তৌকীর আহমেদ নিজেই সে ঘোষণা দিলেন। আর সিনেমা সম্পর্কে এককথায় বললেন, ‘আমি বোরিং সিনেমা বানাই না...।’
এরপর জানালেন তাঁর ‘স্ফুলিঙ্গ’ সিনেমায় কারা অভিনয় করতে যাচ্ছেন। সেখানে বিগত সিনেমার মতো চমক রেখেছেন পরিচালক। একে একে ঘোষণা করেলেন জাকিয়া বারী মম, পরী মণি, মামুনুর রশীদ, ফজলুর রহমান বাবু, শহীদুল আলম সাচ্চু, রওনক হাসান, শ্যামল মাওলার নাম।
এরপর তৌকীর জানালেন, ‘বঙ্গবন্ধুর আদর্শকে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে। বঙ্গবন্ধুর কর্মজীবন, তাঁর আদর্শ এবং তিনি যে জাতির স্থপতি, বিষয়টি আরেকবার তরুণ সমাজের কাছে তুলে ধরতে চাই। আজকের তারুণ্য ও মুক্তিযুদ্ধের সময়কার তারুণ্যকে এতে তুলে ধরা হবে। ব্যান্ড দলের সদস্যদের নিয়ে চলচ্চিত্রটির গল্প এগিয়ে যাবে।’
অনুষ্ঠানে তৌকীর আহমেদ আরো বলেছেন, ‘অনেক আগেই আমরা শুটিং শুরু করতে চেয়েছিলাম, কিন্তু করোনার কারণে তা হয়নি। স্বাস্থ্যবিধি মেনে এবং সব ধরনের নিয়ম মেনে আমরা ১১ ডিসেম্বর থেকে চলচ্চিত্রটির শুটিং করব। বিশাল সেট নির্মাণ করে দৃশ্যধারণের কাজ শুরু হবে। আর আগামী বছরের মার্চে চলচ্চিত্রটি মুক্তির পরিকল্পনা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি।’
জানা গেছে, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশন সিনেমাটি প্রযোজনা করছে। সিনেমার সংগীত পরিচালনা করছেন পিন্টু ঘোষ।