কাশ্মীরে স্কুলভবন পুনর্নির্মাণে কোটি রুপি দিলেন অক্ষয়
সমাজকল্যাণে সহযোগিতার হাত প্রশস্ত করেই চলেছেন বলিউড তারকা অক্ষয় কুমার। বন্যা থেকে কোভিড মহামারি—মানুষের পাশে দাঁড়াতে দেখা যায় এ অভিনেতাকে। এবার আর একটি উদাহরণ যুক্ত করলেন।
বলিউডভিত্তিক সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার খবর, সম্প্রতি ভারতের কাশ্মীরের একটি স্কুলভবন পুনর্নির্মাণের জন্য এক কোটি রুপি অনুদান দিয়েছেন অক্ষয় কুমার।
গত ১৭ জুন জম্মু ও কাশ্মীরে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) সদস্যদের সঙ্গে দিনভর সময় কাটান অক্ষয় কুমার। সেই স্মরণীয় সফরের ছবি সামাজিক পাতায় শেয়ার করেছিলেন এ অভিনেতা।
২৭ জুলাই টুইটারে বিএসএফ জানায়, অক্ষয় কুমার একটি স্কুলে এক কোটি রুপি অনুদান দিয়েছেন।
এবার কাজের প্রসঙ্গে আসা যাক, অক্ষয় কুমারের হাতে বেশ কয়েকটি সিনেমা রয়েছে। মুক্তির অপেক্ষায় আছে তাঁর সূর্যবংশী, বচ্চন পান্ডে, রক্ষা বন্ধন, অতরঙ্গি রে-সহ বেশ কয়েকটি চলচ্চিত্র।