কেক কেটেই হবু শ্বশুরবাড়ি ফারিয়া
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া মাজহারের জন্মদিন আজ। জন্মদিনের প্রথম প্রহরে হবু শ্বশুরের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে কেক কাটার ছবি আপলোড দিয়ে এই চিত্রনায়িকা লিখেছেন, ‘ধন্যবাদ বাবা, আমি এর চেয়ে ভালো শ্বশুর আর চাইতে পারি না।’
আজ (মঙ্গলবার) বিকেলে এনটিভি অনলাইনের পক্ষে যখন নুসরাত ফারিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হলো, তখনো ইন্টারভিউ দিতে ব্যস্ত এই অভিনেত্রী। সেই ব্যস্ততার মাঝেই ফারিয়ার কাছে জানতে চাওয়া জন্মদিনে কী করলেন?
ফারিয়া বললেন, ‘এই তো কয়েকটা ইন্টারভিউয়ে অংশ নিয়েছি সারা দিন। আর রাতে ঢাকার বাসায় কেক কেটেছি পরিবারের সবাইকে নিয়ে। বাসায় কেক কেটে রাতেই হবু শ্বশুরবাড়ি গিয়েছিলাম। আব্বু (হবু শ্বশুর) অনেক দিন বাইরে ছিলেন, উনার সঙ্গে দেখা করে কেক কাটলাম। তারপর বাসায় ফিরে ফেসবুকে ছবি আপলোড দিলাম।’
দীর্ঘ সাত বছর প্রেম করে চলতি বছরের ১ মার্চ প্রেমিক রনি রিয়াদ রশিদের সঙ্গে বাগদান সেরেছেন নুসরাত ফারিয়া মাজহার। হবু বর পেশায় টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠানের সিইও। করোনাভাইরাস সংকট কেটে গেলেই বেশ আয়োজন করে বিয়ের পিঁড়িতে বসবেন তাঁরা।
দুই বাংলার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ১৯৯৩ সালের আজকের দিনে (৮ সেপ্টেম্বর) চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। মিডিয়াতে ক্যারিয়ার শুরু করেন আরজে হিসেবে। তবে নজর কাড়েন ২০১২ সালে এনটিভির ‘থার্টিফার্স্ট ধামাকা কক্সবাজার’ অনুষ্ঠানের মাধ্যমে। আলোচিত প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন ফারিয়া। এরপর নিয়মিত মুখ হয়ে উঠেছেন ঢাকা ও কলকাতার সিনেমায়।